দেখুন বিশ্বের সবচেয়ে সুন্দরী পুলিশ অফিসার কে যার রূপে মুগ্ধ গোটা বিশ্ব, ছবি দেখে প্রেমে পড়বেন আপনিও
বিশ্বের সবচেয়ে সুন্দরী পুলিশ

পুলিশ (Police) শব্দ শব্দটা শুনলেই কেমন বুকের ভিতর ভয়ের উদ্রেক তৈরি হয়। সাধারণ ভাবে খাকি পোশাক,মাথায় টুপি, হাতকড়া ও লাটি পুলিশ বলতে এই রূপই ভেসে উঠবে। পুলিশ একটি সম্মানিত পদ হলেও, পুলিশকে ভয় পায়না এমন মানুষ কমই আছেন। অনেকে পুলিশকে এড়িয়ে চলতেই পছন্দ করেন। তবে আজ আপনাদের এমন এক পুলিশের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যাঁকে বিশ্বের সবচেয়ে সুন্দরী পুলিশ অফিসার (World Most Beautiful Police Officer) বললে ভুল বলা হবে না। তাঁর ছবি থেকে আপনি চমকে যাবেন। চলুন এই সুন্দরী পুলিশ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
আজ কথা বলবো কলোম্বিয়ার (Colombia) বাসিন্দা ডায়না রামিরেজ় (Daina Ramirej) সম্পর্কে। যিনি পেশায় একজন পুলিশ অফিসার। তিনি কলোম্বিয়ার মেডেলিন (Medelin) এলাকার বাসিন্দা। ওই এলাকার মানুষ তাঁকে প্রায়শই পুলিশের পোশাক পরে রাস্তায় চলা ফেরা করতে দেখেন। এই অফিসার সৌন্দর্যের দিক থেকে অপূর্ব। তাঁর রূপে মুগ্ধ অনেকেই। সোশাল মিডিয়াতেও (Social Media) তিনি বেশ সক্রিয়। রয়েছে ইস্ট্রাগ্রামে নিজস্ব আইডি (Istragram Account)। এখানে তিনি প্রায়শই ছবি ও ভিডিও (Pictures & Video) শেয়ার করেন।
ডায়নার ইনস্টাগ্রামে গিয়ে ছবি দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন ওই এলাকার বাসিন্দারা। তাঁকে কখনো পুলিশের পোশাকে আবার কখনো অন্য পোশাকে দেখা যায়। তিনি একটি স্থানীয় রেডিও স্টেশনেও কাজ করেন। সেই ভিডিও ও সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। একজন পুলিশ অফিসার হয়েও তিনি যেভাবে দর্শকদের কাছে পৌঁছাছেন, সেজন্য তিনি পুরস্কারও পেয়েছিলেন। অনেকেই ডায়নার সৌন্দর দেখে, তাঁকে মডেলিং করার কথা বলেছেন। তবে তিনি কোনো ভাবেই পুলিশের চাকরি ছাড়ার কথা ভাবছেন না।
ডায়না জানিয়েছেন, “আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, পরের জন্মে আমি কোন পেশার সঙ্গে যুক্ত হতে চাই, আমি আবার পুলিশ হতেই চাইব’’। তিনি মনে করেন সোশাল মিডিয়ার দ্বারা নিজের কাজের মাধমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রভাবিত করা যায়। অনেকেই তাঁর ভিডিও ও ছবি পছন্দ করেছেন ও নানা মন্তব্য করছেন। বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ৪ লক্ষের বেশি। অনেকেই মনে করছেন, ডায়না বিশ্বের সবচেয়ে সুন্দরী পুলিশ।