দরকার পড়বে না ডেবিট কার্ডের! এবার আধার কার্ড দিয়েই করতে UPI অ্যাকাউন্ট, জানুন বিস্তারিত

আধার কার্ড দিয়েই করতে UPI অ্যাকাউন্ট

বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বেশ বেড়েছে। অনেকেই পেমেন্টের জন্য বেছে নিচ্ছেন অনলাইন মাধ্যম। তবে এর জন্য দরকার পর ইউপিএই আইডি। এই ইউপিআই আইডি করতে গেলে দরকার পড়ে ডেবিট কার্ড। যাদের ডেবিট কার্ড নেই তারা আজও ইউপিআই আইডি ব্যাবহার করতে পারছেন না। সেই সব মানুষের জন্য এক দারুণ খবর আনলো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবার থেকে আধার কার্ড থাকলেই আপনি ইউপিআই আইডি খুলতে পারবেন। এর জন্য কোনো ডেবিট কার্ডের দরকার পড়বে না। আধার কার্ড ব্যবহার করে কিভাবে ইউপিআই অ্যাকাউন্ট সেট আপ করবেন? তা আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।

UPI

ভারতে ডিজিটাল পেমেন্ট পরিষেবা পরিচালনা করে থেকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই সংস্থা এবারে ইউপিআই অ্যাপ ব্যবহার করার জন্য একটি নতুন পদ্ধতি নিয়ে এনেছে। যেখানে কোনো ব্যক্তি ডেবিট কার্ড ছাড়াই, শুধুমাত্র আধার কার্ড দিয়ে ইউপিআই অ্যাকাউন্ট খুলতে পারবেন। ইতিমধ্যে আধার কার্ড-বেসড UPI (Aadhaar Card-based UPI) সেটআপ প্রক্রিয়া এনাবেল করেছে এই সংস্থা।

কিভাবে আধার কার্ড ব্যবহার করে ইউপিআই অ্যাকাউন্ট সেটআপ করবেন

প্রথমেই BHIM এর মতো যেকোনো ইউপিআই অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপ সাইন আপ করেআপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন করুন৷

এরপর Set UPI PIN বিকল্পের মধ্যে দিয়ে একটি পিন সেট করুন। পিন সেটআপের পর দুটি বিকল্পের মধ্যে ‘আধার’ বিকল্পটি নির্বাচন করে ভেরিফিকেশনের জন্য Accept বাটনে ট্যাপ করুন।

Adhar Card

এরপর আপনার আধার কার্ডের প্রথম ছয়টি ডিজিট এন্টার করে “Confirm” বাটন প্রেস করুন৷ এটি সম্পন্ন হলে ইউপিআই পিন সেটআপ করতে পারবেন। এভাবেই প্রত্যেকটি ধাপ অনুসরণ করে খুলে ফেলুন ইউপিআই আইডি এবং অনলাইনে অর্থ প্রদান করার মজা উপভোগ করুন।

Debit Card

আধার কার্ড-বেসড ইউপিআই পরিষেবা সমর্থনকারী ব্যাঙ্কের তালিকা 

তবে আধার কার্ড-ভিত্তিক UPI পরিষেবার সব ব্যাংকের জন্য প্রযোজ্য নয়। এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকটি ব্যাংক এই পরিষেবা দিতে পারবে। এই ব্যাংকগুলির মধ্যে রয়েছে কানাড়া ব্যাঙ্ক (Canara Bank), সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central bank of India), কসমস কর্পোরেটিভ ব্যাঙ্ক (Cosmos Cooperative Bank), ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক (IndusInd Bank), কেরলা গ্রামীণ ব্যাঙ্ক (Kerala Gramin Bank), কর্নাটক গ্রামীণ ব্যাঙ্ক, করুর বৈশ্য ব্যাঙ্ক (Karur Vysya Bank), পাঞ্জাব সিন্ধু ব্যাঙ্ক (Punjab Sind Bank), রাজস্থান কর্পোরেটিভ ব্যাঙ্ক (Rajasthan Cooperative Bank), সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড (Suryoday Small Finance Bank Ltd), ইউকো ব্যাঙ্ক (UCO Bank)। এই ব্যাংকগুলিই আধার কার্ড-ভিত্তিক UPI ভ্যারিফিকেশন এবং সেটআপ করতে সমর্থ।