আদানি-আম্বানি-টাটাকে কড়া টেক্কা দিতে এবার মাঠে নামছে Wipro

আদানি-আম্বানি-টাটাকে কড়া টেক্কা দিতে

দেশের অন্যতম বড় তথ্য প্রযুক্তির সংস্থা হলো উইপ্রো (Wipro)। এই সংস্থার চেয়ারম্যান হলেন আজিম প্রেমজি (Azim Premji)। যিনি ভারতের অন্যতম একজন সফল ব্যাবসায়ী। এবার তাঁরই সংস্থা উইপ্রো তথ্যপ্রযুক্তি ছাড়াও নতুন এক ক্ষেত্রে পা রাখতে চলেছে। ফলে এবার আদানি, আম্বানি ও টাটা এই তিনি প্রথম সারির ব্যাবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতায় নামবে প্রেমজি। চলুন বিস্তারিত জেনে নিন।

Mukesh Ambani

তথ্য সূত্রে জানা যাচ্ছে, আজিম প্রেমজির সংস্থা উইপ্রো উইপ্রো কনজিউমার কেয়ার অ্যান্ড লাইটিং (Wipro Consumer Care and Lighting) প্যাকেটজাত খাবারের বাজারে পা রাখতে চলেছে। এটি একটি ভোগ্যপণ্য সংস্থা। আর এই বাজারে ইতিমধ্যেই রমরমিয়ে ব্যাবসা করছে আম্বানি, আদানি এবং টাটার সংস্থা। তাই প্রেমজির উইপ্রো এ ক্ষেত্রে কতটা লাভবান হবে তা দেখার।

জানা যাচ্ছে, কেরলের প্যাকেটজাত খাবারের ব্র্যান্ড ব্রাহ্মণকে (Brahmins) অধিগ্রহণ করবে উইপ্রো। আর এই ব্রান্ডের বিশেষত্ব হলো, খুব তাড়াতাড়ি মশলা মিক্স করে খাবার প্রস্তুত করা। যায় ফলে এই বাজারে দামের ক্ষেত্রেও বেশ প্রতিযোগিতা দেখা যাবে। তবে আজিম প্রেমজির সংস্থা তিনটি বড় ব্যাবসায়ীক সংস্থাকে টক্কর দিতে প্রস্তুত এবং এর জন্য প্রস্তুতিও তুঙ্গে।

Wipro

এর আগের বছর নিরাপারাকে অধিগ্রহণ করেছিল উইপ্রো। এরপর ব্রাহ্মণকে অধিগ্রহণ করলো। এই সংস্থাটি দক্ষিণ ভারতের অন্যতম ব্র্যান্ড। বিদেশের এই ব্রান্ডের খাবারের চাহিদা রয়েছে। ব্রাহ্মণকে অধিগ্রহণ করে উইপ্রো নিজেকে আর শক্তিশালী করলো। তবে কত টাকা দিয়ে সংস্থাটিকে অধিগ্রহণ করেছে তা জানা যায়নি।