কী কারনে শ্রাবণ মাস শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ!

বাংলা ক্যালেন্ডার (Calendar) অনুযায়ী শ্রাবণ হল বছরের চতুর্থ মাস। সাধারণত জুলাইয়ের শেষের দিকে পূর্ণিমার প্রথম দিন থেকে শ্রাবণ মাস শুরু হয় এবং আগস্টের তৃতীয় সপ্তাহে অর্থাৎ পরবর্তী পূর্ণিমার দিনে এই মাস শেষ হয়। শ্রাবণ মাস হিন্দু ধর্মালম্বী মানুষের কাছে একটা পবিত্র এবং গুরুত্বপূর্ণ মাস হিসাবে বিবেচিত হয়। মনে করা হয় দেবাদি দেব মহাদেবের (Mohadev) প্ৰিয় মাস হল শ্রাবণ। সেজন্য অনেক হিন্দু (Hindu) প্রতি সোমবার ভগবান শিবের (Shiv) কাছে এবং প্রতি মঙ্গলবার দেবী পার্বতীর কাছে উপবাস করে।

Mohadev Shiv

শ্রাবণ মাসের মঙ্গলবার উপবাস করে সবাই। এই দিনটি “মঙ্গলা গৌরী ব্রত” নামে পরিচিত। এছাড়া বছরের এই সময়টা হর হর মহাদেব নাম নিয়ে দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী জল শিবের মাথায় ঢালতে বেরোন। পুরো মাস শিব মন্দির চত্বর গুলো গম গম করে ভক্তদের আনাগোনায়। তারেকশ্বর,সহ দেশের বিভিন্ন প্রান্তে শিবের মাথায় জল ঢালা চলে। কারণ মনে করা হয় এই সময় শিবের মাথায় জল ঢাললে শিব তুষ্ট হয়ে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে দেয়। এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে এবং চলতে থাকবে। তবে আপনারা কি জানেন এই প্রথা কিভাবে এবং কেন শুরু হল? যদি এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে না থাকে তাহলে এই প্রতিবেদনে এর উত্তর জেনে নিন-

প্রাচীন পুরান অনুযায়ী অমৃত সন্ধানে অসুর এবং দেবতাদের মধ্যে যে সমুদ্র মন্থনটি হয়েছিল তা এই শ্রাবণ মাসে হয়েছিল। সমুদ্র মন্থণের ফলে উঠে এসেছিল কালকূট বিষ যার প্রভাবে সমগ্র সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হয়। সেসময় দেবাদিদেব মহাদেব সমগ্র প্রকৃতিকে বিষের হাত থেকে বাঁচানোর জন্য সেই বিষ পান করেছিলেন। আর সেই বিষের তীব্র জ্বালা কমানোর জন্যই ভক্তরা জল ঢালেন বলে মনে করা হয়।

Shiv Temple
আবার অনেকের মতে শিব ও পার্বতীর বিয়ে হয়
শ্রাবণ মাসে। সেকারণে বাঁকে করে জল নিয়ে যাওয়া এবং মাথায় ঢালাকে বিয়ের একটি বিশেষ অনুষ্ঠানের সাথে কল্পনা করেন ভক্তরা। এছাড়া সোমবার দিনটি শিব পার্বতী একসাথে অবস্থান করে। তাই তাদের পূর্ণ আশীর্বাদ নেওয়ার জন্যই ভক্তরা মাথায় জল ঢেলে থাকেন।

এছাড়া হিন্দুশাস্ত্র মতে শিব (Shiv) হলেন বজ্রর দেবতা এবং তিনিই মেঘ-বৃষ্টি সমস্ত কিছু মর্তে নিয়ে আসেন। তাই তাকে রূদ্রও নামেও অবিহীত করা হয়। এরকম পরিস্থিতিতে ভক্তরাও মনে করতেন বৃষ্টি মহাদেবের সৃষ্টি। তাই কোন বছর বর্ষা আসতে দেরী হলে বা না হলে ভক্তরা মনে করতেন মহাদেব বৃষ্টি আনতে ভুলে গেছেন। তাই তাকে মনে করিয়ে দেওয়ার জন্যই মাথায় জল ঢালা হত।