শুধুমাত্র এই কারণে একে অপরের মুখ দেখেন না রজনীকান্ত ও অমিতাভ, সত্যিটা জানলে চমকে যাবেন আপনিও

আপনি কি জানেন বলিউডের (Bollywood) প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও বলিউডের পাশাপাশি সাউথের (South superstar) ১ নম্বর সুপারস্টার রজনীকান্তের (Rajnikant) মধ্যে রয়েছে কট্টর শত্রুতা। এমনকি একে অপরের মুখ দর্শন না করার সিদ্ধান্ত নেন এই দুই অভিনেতা (Both actors decided to never see each other face ever)। কিন্তু প্রশ্ন হচ্ছে কি এমন সমস্যা হয়েছিল যে তারা এতো বড় একটি সিদ্ধান্ত নেন? তবে আসুন দেরি না করে এই আর্টিকেলের মাধ্যমে জেনেনি সাউথের থালাইভা রজনীকান্ত ও বলিউডে বিগবি এর মধ্যে সম্পর্ক কেমন ও তাদের মধ্যে সমস্যা কি নিয়ে।
জানিয়ে দি যে অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত বলতে গেলে প্রায় একই সময়ে অভিনয় জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু তাদের সম্পর্ক যে ভালো না সেই বিষয় নিজেই সবাইকে জানিয়েছিলেন অমিতাভ (Amitabh Bachchan told everyone that rajnikant and his relation are not good)। আসলে বহুদিন আগে একটি সাক্ষাৎকারে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু প্রশ্ন করা হলে বিগবী রজনীকান্ত ও দক্ষিণীঈ তারকার সম্পর্কে তার মনোভাবের কথা স্পষ্ট করে জানিয়েছিলেন। আর তার মন্তব্য শুনে অবাক হয়েছিল ভক্তরা। তিনি জানান যে একসময় রজনীকান্ত তাকে অনেক উপদেশ দিতেন। তার পাল্টা তিনিও উপদেশ দিতেন রজনীকান্তকে। সব থেকে মজার ব্যাপার হল রজনীকান্তের দেওয়া উপদেশ অমিতাভ কখনও পালন করতেন না। এমনকি রজনীকান্তও সেই এক কাজই করতেন। আসলে তারা দুজনেই একে অপরের মতামতের ঠিক উল্টো কাজ করতেন। তাই সবমিলিয়ে মন কষাকষির সম্পর্ক ছিল তাদের মধ্যে।
এছাড়া জানিয়ে দি বিগবী কিছুদিন আগে বেশ সমালোচনা শিকার হয়েছিলেন। আসলে অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ার বেশ এক্টিভ থাকেন। তাই সোশ্যাল মিডিয়ায় তার সম্পর্কিত অনেক তথ্য ছড়াছড়ি হয় আর তিনি নিজেও তার একাউন্টে অনেক পার্সোনাল মুহূর্ত শেয়ার করে থাকেন ভক্তদের সাথে। সম্প্রতি তার স্কুটার চালানো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয় ও এই ভিডিওতে তাকে হেলমেট ছাড়া স্কুটার চালাতে দেখা যায়।
এই বিষয় ভক্তরা আপত্তি জানায় যে “কেন তিনি হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন? তিনি সেলিব্রিটি বলে তো তার জন্য আর নিয়ম আলাদা হতে পারে না।” তাই সবাই ভিডিওতে মুম্বাই পুলিশকে ট্যাগ করে অনেক প্রতিক্রিয়া জানায়। সবাই পুলিশকে প্রশ্ন তুলতে শুরু করেন। যার ফলে অমিতাভের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় ট্রাফিক পুলিশ। একাধিক ধারায় চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়। হেলমেট ছাড়া গাড়ি চালাতে গিয়ে এভাবেই শাস্তির মুখে পড়লেন অমিতাভ। সেই সঙ্গে তাকে ১০,৫০০ টাকা জরিমানাও দিতে হবে।