শুধুমাত্র এই একটি কারণে জীবনে কোনদিন একসাথে কাজ করেনি সুচিত্রা সেন ও সত্যজিৎ রায়

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মহানায়িকা শব্দটি শুনে আজও যেই অভিনেত্রীর কথা চোখে ভেসে ওঠে তিনি হলেন প্রয়াত সুচিত্রা সেন (Suchitra Sen)। তিনি ২০১৪ সালের জানুয়ারি মাসে হার্ট অ্যাটাক হওয়ায় পরলোক গমন করেন। কিন্তু আজও মানুষের মনে জায়গা করে রয়েছে তার অভিনয় ও লাবণ্যময়ী রূপ। বর্তমানে নুসরত জাহানকে মহানায়িকার খেতাব দেওয়া হলেও সুচিত্রা সেনের জায়গা কেউ কোনোদিন নিতে পারবেনা বলে মনে করেন ভক্তরা ও গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি।

Suchitra Sen

নিজের সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একের পর এক হিট ফিল্মে চুটিয়ে কাজ করেছিলেন সুচিত্রা সেন। আর সুচিত্রা ও উত্তমের জুটি সর্বদাই মানুষের মনে অমর হয়ে থাকবে। কিন্তু যেই বিষয়টি সবাইকে অবাক করে তা হলো বাংলার বিখ্যাত ও লেজেন্ড পরিচালক সত্যজিৎ রায় (Satyajit Ray)ও সুচিত্রা সেন কেন কোনো ফিল্মে এক সঙ্গে কাজ করেনি (why Suchitra Sen and Satyajit Ray doesn’t work together)? যেখানে দুজনেই সফলতার চূড়ায় ছিলেন কিন্তু তাহলে কেন একসাথে কাজ করেননি সত্যজিৎ রায় ও সুচিত্রা? এই প্রশ্নটি অনেক পুরনো হলো আজও মানুষের মধ্যে ঘুরপাক করে।তবে আসুন আজ এই আর্টিকেলের মাধ্যমে সত্যজিৎ রায় ও সুচিত্রা সেনের একসাথে কাজ না করার কারণ জেনেনি।

একটি রিপোর্ট অনুযায়ী একবার সত্যজিৎ রায়, সুচিত্রাকে ফিল্ম অফার করেছিলেন। কিন্তু এই অফারের সাথে সত্যজিৎ, অভিনেত্রী সুচিত্রাকে দিয়েছিল এক কঠিন শর্ত। আর এই শর্তের কারণেই নাকি এই দুইজনের একসাথে কাজ করা সম্ভব হয়ে ওঠেনি। আসলে এই ঘটনার শুরু হয় ১৯৬০ এর সময়। তখন সত্যজিৎ রায় ‘দেবী চৌধুরানী’ অবলম্বনে একটি ফিল্ম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন সত্যজিৎ। আর সেই ফিল্মে সুচিত্রাকে নায়িকা হিসেবে কাস্ট করতে চেয়েছিলেন তিনি। সুচিত্রারও ইচ্ছা ছিল এই ফিল্মে কাজ করার। কিছু সত্যজিৎ তাকে শর্ত দেন যে এই ফিল্মে কাজ করাকালীন সময় সুচিত্রা অন্য কোনো ফিল্মে কাজ করতে পারবেন না বা অন্য কোনো ফিল্ম সাইন করতে পারবেন না তিনি।

Satyajit Ray

অর্থাৎ তখন সুচিত্রাকে শুধু দেবী চৌধুরানীর চরিত্রের উপরেই মনোনিবেশ করতে হবে এমনটাই চাইছিলেন সত্যজিৎ রায়। কিন্তু সত্যজিৎ রায়ের বেঁধে দেওয়া এই শর্ত মানতে পারেননি সুচিত্রা। তাই যেখানে একটা সময় সত্যজিতের সাথে কাজ করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন নায়ক নায়িকারা, সেখানে সুচিত্রা সেন এককথায় তাকে না করে দেন। আসলে সেসময় সুচিত্রা সেনের হাতে ছিল অসংখ্য কাজের প্রস্তাব। এবং এরমধ্যে কিছু ছবির জন্য তিনি কথা দিয়ে দেন। এবং তার পক্ষে কথার খেলাপ করা সম্ভব নয়, তাই একান্ত ইচ্ছে থাকলেও সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করে ওঠা হয়নি সুচিত্রার। আর যেহেতু সুচিত্রা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তাই আর কোনোদিন দেবী চৌধুরানী ফিল্মটি তৈরি করেননি সত্যজিৎ রায়।