আপনি কী জানেন, কী কারণে ট্রেনের মাঝামাঝি লাগানো থাকে AC বগি! ৯৯ শতাংশ মানুষ জানেন না এর সঠিক উত্তর

ভারতীয় রেলওয়ে (Indian railways) ভারতে যাতায়াতের একটি প্রধান মাধ্যম। ট্রেনের (Train) কারণেই ভারত খুব দ্রুত উন্নতি করেছে। ট্রেনের কারণেই অনেক মানুষ একসঙ্গে অনেক দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়। ট্রেনে করে ভ্রমণ করা সুবিধাজনক এবং আরামদায়ক হয়। বিভিন্ন গ্রাম ও শহরের মধ্যে ছড়িয়ে থাকা রেল লাইনের উপর দিয়ে চলা ট্রেন ভারত ও ভারতের মানুষদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

Ac coach in train

 

ভারতীয় রেল (Indian railways)বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। ভারতে ১৯ শতকে প্রথম ট্রেনটি চালু হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ আমলের সময় থেকে। আজ ১৮৬ তম বর্ষ পূর্ণ হলো ভারতীয় রেলের। ভারতীয় রেলের এই নেটওয়ার্কটি প্রায় ১,১৫,০০০ কিমি এরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে এবং এই রেলওয়ে নেটওয়ার্কে প্রায় ৭৩৪৯ টি সেটেশন রয়েছে। এই স্টেশন গুলি থেকে প্রায় ২০০০০ এর বেশি যাত্রীবাহী ট্রেন ও ৭০০০ এর বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করে। তবে রেল ভারতের যাতায়াত ব্যবস্থার গুরুত্বপূর্ন অংশ হলেও আমরা অনেকেই ভারতীয় রেলওয়ে সম্পর্কে অনেক তথ্য ও বিষয় জানিনা। তাই আজ আমরা ভারতীয় রেলওয়ের ট্রেনের বিষয় একটি বিশেষ তথ্য জানাবো যা ৯০ শতাংশ মানুষই হয়তো জানবেনা।

Ac coach

 

যেমন আপনি কী জানেন যে ট্রেনের এসি কোচ  গুলি কেন ট্রেনের মাঝখানে থাকে (why AC coach are in middle of the train)? শুরু বা শেষের দিকে কেন থাকে না? কী জানেন না তো? তবে আসুন জেনেনি। আমরা সবাই জানি যে সব ট্রেনের ক্ষেত্রেই প্রথমে ইঞ্জিন থাকে, তারপর পর পর কয়েকটা জেনেরাল কোচ, তারপর কয়েকটা স্লিপার কোচ, তাপর মাঝখানের কোচ গুলি হয় এসি কোচ, তারপর আবার স্লিপার কোচ, তারপর জেনারেল কোচ ও শেষে গার্ড রুম। ট্রেনের কোচের এই ক্রম হুলি যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেছ নির্ধারণ করা হয়েছে। আর তাই এসি ও লেডিস কম্পার্টমেন্টকে ট্রেনের মাঝে রাখা হয়। আর ইঞ্জিনের একদম পরের কোচকে জিনিসপত্র বা মাল রাখার জন্য ব্যবহার করা হয়। আর তাই রি কোচ গুলিকে লাগেজ কোচও বলা হয়ে থাকে। আর এসি কোচের যাত্রীদের যাত্রায় যাতে কোনো অসুবিধা সম্মুখীন হতে না হয় তাই জন্য আরো এসি কোচকে ট্রেনের মাঝে রাখা হয় (Why Ac coach are middle of the train)।

Ac coach in train

এছাড়া প্রতিটি টস্টেশনের ক্ষেত্রেই এক্সিট গেট সবসময় স্টেশনের মাঝখানে থাকে। তাই যখন ট্রেন স্টেশনে এসে দাঁড়ায় তখন এসি কোচের যাত্রীরাই সবার প্রথম স্টেশনে নামার সুযোগ পেয়ে থাকে। অর্থাৎ স্টেশনে ভিড় বৃদ্ধির আগেই এসি কোচের যাত্রীরা স্টেশন থেকে বেরিয়ে যেতে পারে। আর এটাই মূল কারণ যে এসি কোচকে ট্রেনের মাঝখানে রাখা হয়।