বিপুল পরিমাণে জনপ্রিয় লাভ করার পরেও কেন রাতারাতি বন্ধ হয়ে গিয়েছিল “শক্তিমান”, প্রকাশ্যে এল কারণ

আপনি কি জানেন যে ৯০ (90’s television popular show) দশকের অন্যতম জনপ্রিয় একটি টেলিভিশন শো (Television show ) শক্তিমানের (Shaktiman) সম্প্রচার কেন রাতারাতি বন্ধ হয়ে গেছিল? আসলে এই প্রশ্নটি সবার মনেই ঘুরপাক খায় যে এতো জনপ্রিয়তা পাওয়া সত্বেও কেন এই শো-টি হটাৎ বন্ধ হয়ে গেছিল। জানিয়ে দি যে ৮ থেকে ৮০ সকলেই এই শো-টি দেখতো। এই শো-টির গল্প ছিল একজন ভারতীয় সুপারস্টারের বিষয়। আর এই সুপারস্টারের নামই ছিল শক্তিমান। আর শক্তিমান চরিত্রটির ভূমিকাটি পালন করেছিল খান্না (Mukesh Khanna)।
তিনি এই সিরিজের প্রযোজকও ছিলেন। এই সিরিজটি সাধারণ ছোটদের উদ্দেশ্যে তৈরি করা হলেও বড়রাও বেশ আগ্রহ সহকারে দেখতো এই সিরিজ। দূরদর্শন (Doordarshan) -র পর্দায় রামায়ণ এবং মহাভারতের পর সেই পরিমাণ জনপ্রিয়তা শুধুমাত্র এই শোটি পেয়েছিল। ১৯৯৭ সালের ১৩ ডিসেম্বর থেকে শক্তিমানের সম্প্রচার শুরু হয়েছিল। ধারাবাহিকটি ২০০৫ সাল পর্যন্ত চলেছিল। দীর্ঘ প্রায় আট বছর চলার পরেও শক্তিমান সিরিজের জনপ্রিয়তা কমেনি। এমনকি লকডাউনের সময়েও শক্তিমানের পুনঃ সম্প্রচার হলে দর্শকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল। তবে আসুন আর দেরি না করে জেনেনি কেন এই শো-টি রাতারাতি বন্ধ হয়ে গেছিল…
আসলে ভারতের প্রথম সুপারস্টার শক্তিমান সিরিজের অভিনেতা ও প্রযোজক অভিনেতা থেকে প্রযোজক সবই ছিলেন মুকেশ খান্নাকে এক হটাৎ এক চাপ বা সমস্যার মুখে পরে সিরিজটিকে বন্ধ করতে হয়েছিল। একটি রিপোর্ট থেকে জানা গেছে যে শক্তিমান টিমের কলাকুশলীদের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছিল আর এটাই মূল কারণ ছিল সিরিজটিকে বন্ধ করার। মুকেশ খান্না একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে যত জনপ্রিয়তা শো- টি পাচ্ছিল তত সমস্যা বৃদ্ধি হচ্ছিল।
শনি এবং মঙ্গলবার যখন সম্প্রচার হত তখন এই সিরিয়াল বানাতে খরচ ৭.৫০ লক্ষ টাকাতে গিয়ে ঠেকেছিল। ১০৪ পর্বের পর রবিবারেও সম্প্রচার শুরু হয়। আর তিনদিন সম্প্রচারের জন্য প্রায় ১০.০৫ লাখ টাকা খরচ হতে শুরু করেছিল। শক্তিমান যখন ৩৫০ এপিসোডে গিয়ে পৌঁছায় তখন ১৬ লাখ টাকা ফি দেওয়ার দাবি ওঠে। কিন্তু মুকেশের পক্ষে তা আর দেওয়া সম্ভব হয়নি। তাই টাকার অভাবে এই শো-টিকে বন্ধ করে দিতে হয়েছিল।