ভারতে দেখা গেল দুর্লভ সাদা কাক, ছবি তুলে শেয়ার করেছেন নেটিজনরা

সাম্প্রতিক কালে আবারো সাদা কাক দেখা মিলেছে মধ্যপ্রদেশে। সাদা কাক দেখার পর জনগণের মধ্যে উৎসাহ বেড়েছে। সেই ছবি তুলে অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন।

আমাদের দেশে অনেকেই কালো কাককে অশুভ মনে করেন। কিন্তু সাদা কাককে শুভ প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে। মধ্যপ্রদেশের দাত্বরাতে সাদা কাক দেখতে পাওয়া যায়। যদিও এর আগে ২০১৭সালে সন্তাতে দেখা যেত সাদা কাককে।

আসুন আরো একটু বিস্তারিত জেনে নি সাদা কাকের ব্যাপারে:
রঙের পার্থক্য আছে সাদা কাকের সাথে কালো কাকের। তবে আর সেরম কোনো পার্থক্য নেই। আসলে জেনেটিক কারণে রঙ দুটো আলাদা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এরম সাদা কাক দেখা যায়। কোনো কোনো কাকের ক্ষেত্রে সাদা রঙের স্পট থেকে যায়।

White Crow

তবে প্রাচীন ইতিহাস ঘাটলে আরো একটি ঘটনা শোনা যায়। একবার এক সাধু সাদা কাককে অমৃত আনতে বলেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন সে যেন এক ফোটা অমৃত না খায়। কিন্তু সাদা কাক অনেক পরিশ্রম করে অমৃত পেলেও সে তৃষ্ণায় অমৃত খেয়ে ফেলে কিছুটা। সে সাধু কাছে ফিরে গিয়ে সব বললে সাধু রাগ বশত অভিশাপ দেয় তাকে। অভিশাপে তিনি বলেন, তাঁর রঙ কালো হয়ে যাবে, সবাই তাকে অশুভ বলে চিহ্নিত করবে। তারপর থেকেই সাদা কাকের অস্তিত্ব কমে যেতে থাকে। কালো কাক বেশি দেখা যেতে থাকে।

তবে এখন বেশ তিন চার বছর নর্মদা নদীর পাশের গ্রামের মধ্যে সাদা কাককে প্রায় ঘুরতে ফিরতে দেখেন গ্রামবাসীরা।