জঙ্গলে রাজা সিংহের সম্বন্ধে এই একাধিক অজানা তথ্য জেনে চমকে যাবেন আপনিও

সিংহকে (Lion) জঙ্গলের রাজা মানা হয়। আর যেহেতু সিংহ জঙ্গলের রাজা তাই অনেকে মনে করে যে এই প্রাণী খাবারও অনেক বেশি পরিমাণে খায়। কিন্তু আপনি কি একেবারে সঠিকভাবে জানেন যে একটি সিংহ একদিন কতটা পরিমাণে খাবার খায়? তবে আসুন জানি। একটি রিসার্চ অনুযায়ী একটি সিংহ (Lion) একবার ভোজন করার পর বহুদিন বিনা খেয়ে কাটিয়ে দিতে পারে। সিংহ মোট নিজের ওজনের ৪%-৬% খাবার খেয়ে থাকে। আবার কখনো কখনো সিংহ নিজের ওজনের থেকে বেশি পরিমাণেও খাবার খেয়ে থাকে। যদি সিংহ শিকার করে তখন সে একদিনে অনেক বেশি পরিমাণ খাবার খায়। একটি সিংহ একদিনে ৭ কিলো পর্যন্ত মাংস খেতে পারে।

ভারতের চিড়িয়াখানার প্রাণীদের উপর করা গবেষণা অনুসারে ১টি সিংহ বা বাঘ ১ দিনে ১০ থেকে ১৪ কেজি মাংস খায়। অন্যদিকে আমরা যদি অন্যান্য প্রাণীর কথা বলি তাহলে চিতাবাঘ তার থেকে একটু কম মাংস খেতে পারে অর্থাৎ 4 থেকে 5 কেজি। আবার গ্রীষ্মের মৌসুমে খাবার খাওয়ার পরিমাণে ২০ শতাংশ হ্রাস পেতেও দেখা যায়।

Lion eat meat

সিংহ এমন সব প্রাণীকে খায় যেগুলিকে সে সহজেই শিকার করতে পারে। বেশিরভাগ সিংহ যেই প্রাণীদের শিকার করে তাদের মধ্যে রয়েছে মহিষ, জেব্রা, জিরাফ এবং ওয়াইল্ডবিস্ট। সুযোগ পেলে সিংহ বড় প্রাণীও শিকার করে থাকে। সিংহ প্রতিদিন ৭০ থেকে ৭৫ শতাংশ মাংস খায়। সেই সাথে মাঝে মাঝে তাদের ফল খেতেও দেখা যায়। তবে খুব বিরল ক্ষেত্রে কখনো কখনো সিংহ কুমিরকেও শিকার করতে পারে (which type of meat lion prefer to eat and how much quantity lion eat meat at time) ।

সিংহকে বিষয় কিছু ইন্টারেস্টিং বিষয়:

১) সিংহ একটি মাংসাসী জানোয়ার কিন্তু এরা মাঠে থাকা ঘাস অঞ্চলে থাকতে বেশি পছন্দ করে।
২) মাংস খাবার পরে বাঘ টানা অনেক ঘণ্টা ঘুমায়।
৩) বলা হয় সিংহরা সবসময় একজোট হয়ে স্বীকার করে। আর বেশিভাগ স্বীকার করে থাকে সিংহীরা।
৪) সবচেয়ে বেশি সিংহ পাওয়া যায় ভারতে
৫) সিংহ ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ছুটতে পারে।