শুধুমাত্র এই ২ টি ফোনে আপাতত চলবে Jio 5G, দেখুন তালিকায় রয়েছে কিনা আপনার ফোনের নাম

২ টি ফোনেই চলবে 5G নেটওয়ার্ক

দেশে 5G মোবাইল লঞ্চ অনেকদিন আগেই হয়ে গিয়েছে। অনেকে 5G মোবাইল সেট (Mobile Set) ব্যবহার ব্যবহার করছেন। কিন্তু 5G ইন্টারনেট পরিষেবা (Internet Service) এখনো অব্দি আসেনি। 5G সেটে 4G নেটওয়ার্কই চালাতে হচ্ছে। তবে কমবেশি অনেকেই হয়তো জানেন 5G নেটওয়ার্ক আসতে খুব বেশি দেরি নেই। ২০২২ সালের স্বাধীনতা দিবসের দিন 5G নেটওয়ার্ক লঞ্চ হতে চলেছে।

5G Network

কয়েকদিন আগে নিলাম প্রক্রিয়া শেষ হয়েছে। 5G নেটওয়ার্কের নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল রিলায়েন্স জিও (Reliance Jio), ভোডাফোন আইডিয়া (Vodafone Idea), এয়ারটেল (Airtel)। তবে সবথেকে বেশি স্পেক্ট্রাম অধিগ্রহণ করেছে রিলায়েন্স জিও এবং সবথেকে বেশি টাকা দিয়েও কিনেছে 5G নেটওয়ার্কের পরিষেবা। যে যে স্পেকট্রামগুলি,

রিলায়েন্স জিও অধিগ্রহণ করেছে – 700MHz, 800MHz, 1800MHz, 3300MHz এবং 26GHz। কিছু কিছু স্মার্টফোন 4 বা 5 ব্র্যান্ড আবার 11 বা 12 ব্যান্ড সাপোর্ট করে। তবে কোন ব্যান্ডএ 5G পরিষেবা পাওয়া যাবে, সেই বিষয়ে এখনো কোনো অফিসিয়াল তথ্য কোন টেলিকম সংস্থা দেয়নি। তবে রিলায়েন্স জিও 5G স্পেকট্রাম অধিগ্রহণ করেছে দেশের ২২ টি সার্কেলে।

Mukesh Ambani

এই ২২ টি সার্কেলের মধ্যে স্পেকট্রাম রয়েছে লো – ব্যান্ড, মিড ব্যান্ড এবং mm ওয়েভ স্পেকট্রাম। 5G ব্যান্ড সাপোর্ট করছে N দিয়ে শুরু সিরিজগুলো। iQOO 9T স্মার্ট ফোনে ব্যান্ড সাপোর্ট করছে N1, N3, N5, nN8, N28, N40, N41, N77, N78। এই ফোনেই 5G ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। এছাড়া Redmi K50i মোবাইল ফোনেও 5G ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে।