‘দিন কাটছে খুবই কষ্ট’, এখন কোথায় রয়েছেন ‘বেদের মেয়ে জোৎস্না’র অঞ্জু ঘোষ? করছেনই বা কি?

একটা সময় ভারত (india) এবং বাংলাদেশ (bangladesh), দুই দেশেরই বিনোদন দুনিয়া দাপিয়ে বেড়িয়েছেন অভিনেত্রী অঞ্জু ঘোষ। অভিনেতা চিরঞ্জিত এবং অভিনেত্রী অঞ্জু ঘোষ (anju ghosh) অভিনীত চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোৎস্না’ দুর্দান্ত হিট করেছিল। সেইসময় দুই দেশেই সমান জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু জানেন কি আজকের দিনে ঠিক কোথায় রয়েছেন অঞ্জু ঘোষ? কি করছেন এই অভিনেত্রী?
প্রায় ৩০০-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ। কিন্তু সেই বিখ্যাত অভিনেত্রীর হাতেই এখন নেই কোন কাজ। ভালো অফারের জন্য আজও অপেক্ষা করছেন অভিনেত্রী। আজও তিনি ভালো স্ক্রিপ্ট পেলে অভিনয়ে ফিরতে চান। এই সময় কাজ না পেয়ে কিছুটা কষ্টেই দিন কাটছে বাংলাদেশের অভিনেত্রী অঞ্জু ঘোষের।
এক সাক্ষাৎকারে মনের কষ্ট প্রকাশ করে অভিনেত্রী বলেছিলেন, ‘ভীষণ কষ্ট হচ্ছে আমার। এই সময় মনে হচ্ছে, হয় অভিনয়ে ফিরতে হবে, নাহলে মরে যেতে হবে। তবে দেখুন, এখন তো আমি আর বেশি লাফালাফি করে নাচতে পারব না। তাই যে চরিত্রে আমাকে মানায়, তেমন চরিত্রই চাই। আর এখন সেরকম নায়কও তো নেই’।
এখানেই শেষ নয়, অঞ্জু ঘোষ আরও বলেন, ‘অনেক কিছু মনে পড়ে যাচ্ছে আজকে। আগে কত স্টেজ শো করেছি। আমি ভেবেছিলাম বাংলাদেশে সবাই আছে, সাংঘাতিক একটা উত্থান হবে সেখানে। কিন্তু এখানে যখন এলাম, ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। আর কিছুই বাকি নেই’।
শুধুমাত্র অভিনয়ের দুনিয়া নিয়েই যে কষ্ট আছেন অভিনেত্রী তেমনটা নয়, ব্যক্তিগত জীবনেও এখনও কাউকে পাননি তিনি। একটা সময় বহু পুরুষ তাঁকে বিয়ে করার জন্য পাগল থাকলেও, আজকের দিনে কিন্তু একাই রয়েছেন অঞ্জু ঘোষ। তাঁর কথায়, ‘আমার দীর্ঘ প্রেমিকদের তালিকার মাঝে আজকের দিনে অনেকেই বিবাহিত। তাই তাঁদের নাম বলে, তাঁদেরকে আর বিব্রত করতে চাই না’।