মাঝপথে বাদ হয়েও বিশ্ব কাঁপাচ্ছেন অরিজিৎ, প্রথম স্থান অধিকার করে আজ কোথায় গেলেন কাজী?

সালটা ছিল ২০০৫। জনপ্রিয় রিয়্য়ালিটি শো ‘ফেম গুরুকুল’র (Fame Gurukul) মঞ্চ থেকে একই সঙ্গে দুজন বিজয়ীকে পেয়েছিল গোটা দেশ। তাঁরা হলেন রূপরেখা বন্দ্য়োপাধ্য়ায় এবং কাজী তৌকির (Qazi Touqeer)। কিন্তু এই শোতে থেকেই মাঝপথেই বাদ পড়তে হয়েছিল বর্তমান সময়ের বিখ্যাত গায়ক অরিজিৎ সিংকে (arijit singh)।

তবে সেইসময় সেরার শিরোপা পেলেও রূপরেখা বন্দ্য়োপাধ্য়ায়কে মাঝে মধ্যে এখনও গানের দুনিয়ায় দেখতে পাওয়া গেলেও, আর এক বিজয়ী কাজী তৌকির, কোথায় হারিয়ে গেলেন তিনি? প্রথম স্থান অধিকার করেও, তাঁর কোন খবরই নেই কেন স্যোশাল মিডিয়ায়!

img 20230318 143121

কাশ্মীর থেকে মুম্বইয়ের মঞ্চ কাঁপিয়েছিলেন ‘কাশ্মীরের নায়ক’ কাজী। সেই সময়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকার কারণে তৎকালীন রাষ্ট্রপতি তাঁকে ‘কাশ্মীরের নায়ক’ বলে আখ্যাও দিয়েছিলেন। ‘ফেম গুরুকুল’এ কাজীর গান নিয়ে বিচারকরা নানারকম প্রশ্ন তুললেও, জনপ্রিয়তার বিচারে নিজের লক্ষ্যে এগিয়ে যান কাজী।

এরপর এই শোয়ের বিজয়ী হওয়ার পর একাধিক অ্য়ালবামে গান গাইতে শোনা গিয়েছিল কাজীকে। তবে প্রতিযোগিতার মঞ্চে দর্শকদের মন জয় করতে পারলেও, একজন গায়ক হিসাবে ব্যর্থ হয়েছিলেন কাজী। এরপর ২০১৫ সালে ‘ফ্য়ান্টম’ চলচ্চিত্রে ‘আফগান জালেবি’ গানটি গেয়ে আবারও চর্চার কেন্দ্রে এসেছিলেন কাজী। কিন্তু তারপর…

img 20230318 143103

‘ফেম গুরুকুল’ থেকে মাঝপথেই বাদ হয়ে যাওয়া অরিজিৎ সিং আজ বিশ্ব কাঁপালেও, কোথায় গেলেন প্রথম স্থানাধিকারী কাজী? এই নিয়ে নানা সময়ে নানারকম তুলনা চলতে থাকলেও, অরিজিত-র সঙ্গেই তাঁর বন্ধুত্বপূর্ণ যোগাযোগ আছে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই গায়ক। এমনকি অরিজিতের প্লেব্যাক গায়ক হওয়ার স্বপ্নপূরণ হয়েছে বলে নিজেও বন্ধুর জন্য গর্ব বোধ করেন কাজী।

তবে নিজের বিষয়ে কাজী জানিয়েছিলেন, ‘আমি সব কাজ করি না। একটু অন্য ভাবে ভাবি। ভালো কাজের সন্ধান করি সবসময়। আমি কখনই একজন প্লেব্যাক গায়ক হতে চাইনি। ”ফেম গুরুকুল” থেকে অনেক কিছু শিখেছি এবং নিজের কেরিয়ার নিয়ে আমার কোন আফসোস নেই’।