শাহরুখ খান ফোন করলে দাঁড়িয়ে কথা বলেন অনুরাগ কাশ্যপ! কিন্তু কেন? জানুন আসল কারণ

‘বয়কট স্লোগান’র মধ্যেও ব্লকবাস্টার হিট করেছে শাহরুখ খান (shah rukh khan), দীপিকা পাডুকোন অভিনীত চলচ্চিত্র ‘পাঠান’ (pathaan)। মুক্তি পাওয়ার ১০ দিনের মধ্যেই নতুন নতুন রেকর্ড তৈরি করছে এই চলচ্চিত্র। শুধুমাত্র দর্শক কিংবা বিনোদন দুনিয়ার তারকারাই নন, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ এবং ‘দেব ডি’র মত চলচ্চিত্রের পরিচালক অনুরাগ কাশ্যপও (anurag kashyap) শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
‘পাঠান’র ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেই অভিনেতার প্রশংসা করছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। আর পরিচালকের এই প্রশংসা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়। এক সাক্ষাৎকারে পরিচালককে বলতে শোনা গিয়েছে, তিনি নাকি ফোনে কথা বলার সময়, কিং খানকে সম্মান দিয়ে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ান অনুরাগ কাশ্যপ।
এবিষয়ে অনুরাগ কাশ্যপ জানান, ‘শাহরুখের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। তবে আমাদের কাজের পছন্দ কিছুটা আলাদা। শাহরুখ খান আমার কলেজের সিনিয়র ছিলেন। তাই তাঁর ফোন এলে আমি উঠে দাঁড়িয়ে কথা বলি। তবে একজন বড় দাদার মতন আমার মাথার উপর সর্বদাই হাত রেখেছেন। আমাকে বুঝিয়ে দিয়েছেন কোনটা করা উচিত, কোনটা নয়। কেন আমার ট্যুইটারে থাকা উচিত নয়, সবকিছুই তিনি আমাকে বুঝিয়ে দিয়েছেন’।
জানিয়ে রাখি, খুব কম চলচ্চিত্র তৈরি করেন পরিচালক অনুরাগ কাশ্যপ। সবথেকে আশ্চর্য্যের বিষয় হল, মার্টিন স্কোরসে থেকে ফ্রান্সিস ফোর্ড কপোলা পর্যন্ত বিশ্ব চলচ্চিত্রের অনেক তাঁর কাজের প্রশংসা করেছেন। তিনি এমন সকল অভিনেতাদের নিয়ে কাজ করেন, যারা তাঁদের অভিনয় সত্ত্বার জন্য পরিচিত।
শাহরুখ খানের সঙ্গে কাজ করার প্রসঙ্গে তিনি জানান, ‘শাহরুখ খানের সঙ্গে কাজ করার অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু ‘অশোক’ আমার কাছে প্রোজেক্ট নিয়ে এলেও, আমি না করে দিতাম। আর তারপর থেকে ওকে কিছুটা এড়িয়ে চলতাম। দেখুন শাহরুখ খানের একটা স্টারডাম আছে, অনেক ফ্যানস আছে। তবে আমি যে চলচ্চিত্রটা বানাতে চাই, তা আমাকেই বানাতে হবে’।