ভেজা তোয়ালে মহাকাশে চেপে ধরলে কি অবস্থা হবে? ছাত্রের প্রশ্নের উত্তরে ভিডিও শেয়ার করলেন মহাকাশচারী

মহাকাশ (space) সম্পর্কে জানার ইচ্ছা প্রতিটি মানুষের মধ্যেই থাকে। সেই কারণে প্রতিনিয়ত মহাকাশ গবেষকদের দেওয়া বিভিন্ন তথ্য মানুষের মধ্যে এই অজানার সম্পর্কে আরও কৌতূহল বাড়িয়ে দেয়। মাঝে মধ্যেই বিজ্ঞানীরা মহাকাশের নানারকম ভিডিও শেয়ার করে নেন নেটদুনিয়ায়। আর সেই সকল ভিডিও দেখে মানুষের মধ্যে মহাকাশ সম্পর্কে জানার আগ্রহ আরও বেশি বেড়ে যায়।

সম্প্রতি নোভা স্কটিয়ার কিছু উচ্চ বিদ্যালয়ের শিশু কানাডিয়ান স্পেস এজেন্সি দ্বারা আয়োজিত একটি জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতা জিতেছে। তাঁরা জয়ী হওয়ার পর মহাকাশ সংস্থাকে একটি প্রশ্ন করে। যে প্রশ্নটি ছিল, মকাকাশে ভেজা তোয়ালে চাপতে গেলে কেমন অবস্থা হয়?

নভোচারী ক্রিস হ্যাডফিল্ড এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়। মহাকাশচারী নিজের পকেট থেকে একটি তোয়ালে বের করে সেটিকে প্রথমে জলে ভেজান। তারপর সেটিকে চাপতে থাকেন। এই পৃথিবী পৃষ্ঠে আমরা কোন ভেজা জিনিস চাপলে, তা থেকে জল নীচের দিকে পড়ে। কিন্তু এক্ষেত্রে অর্থাৎ মহাকাশে দেখা গেল জল নীচের দিকে না পড়ে কাপড়ের মধ্যেই রয়েছে। জলের বিন্দু তোয়ালের চারিপাশে লেগে রয়েছে। দেখে মনে হচ্ছে, তোয়ালেটিকে জলের মধ্যে চুবিয়ে রাখা হয়েছে। তবে জল মাটিতে না পড়লেও, মহাকাশচারীর হাতে কিন্তু জল লেগে যায়।

@wonderofscience ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়। সেইসঙ্গে কমেন্টও এসেছে অনেক। এক ব্যক্তি লিখেছেন, ‘মহাকাশে মাধ্যাকর্ষণ না থাকায় একজন মানুষও বাতাসে উড়তে পারে’।