কে এই রোদ্দুর রায়? যাকে নিয়ে চলছে এত মাতামাতি, জানুন তার আসল পরিচয়

গ্রেপ্তার হলেন ইউটিউবার রোদ্দুর রায় (Roddur Roy). রাজ্যের মন্ত্রীদের কুরুচিকর মন্তব্যের কারণে পুলিশ গোয়া থেকে তাঁকে গ্রেপ্তার করল। সম্প্রতি তিনি সম্প্রতি তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাইভে এসে কুরুচিকর মন্তব্য করেছেন। সেই কারণে তিনি গ্রেফতার হলেন।

ইউটিউবার হিসাবে তার জনপ্রিয়তা প্রচুর যেমন আছে। তেমনি সমালোচনার মুখে তিনি বারবারই পড়েছেন তার নিজস্ব স্বভাবের কারণে। তিনি সমাজের ধ্যান-ধারণাকে নিয়ে সব সময় আক্রমণ করেছেন। সমাজের দামি নামি লোকেদের তিনি আক্রমণ করেছেন। এই কারণেই তিনি কটাক্ষের শিকার বারবারই হয়েছেন।

তাঁর ইউটিউব চ্যানেলে নিজের ইচ্ছামত বেসুরো গান গেয়ে থাকেন। তিনি রবীন্দ্র সংগীতও নিজের ইচ্ছেমতো সুর দিয়ে থাকেন। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের বাণীও নিজের মত মতো পরিবর্তন করে থাকেন। তাই ফেসবুক এবং ইউটিউবে তাকে বারবারই কটাক্ষে সম্মুখীন হতে হয়েছে। তিনি গানে অশ্লীল ভাষায় ব্যবহার করে থাকেন। গান গাইতে গাইতে তিনি নদীর জলের নাচতে থাকেন। তবে বাঙালিরা এরকম গান শুনতে বা দেখতে অভ্যস্ত নয়। সেই কারণেই তিনি বারবারই সমালোচনা মুখোমুখি পড়েন।

রোদ্দুর রায়ের ভালো নাম হল অনির্বাণ রায়। তিনি দিল্লীতে বসবাস করেন। কিন্তু তাঁর জন্মস্থান পূর্ব মেদিনীপুর রামনগর জেলায়। তিনি রামনগর কলেজ থেকেই কলেজের পড়াশোনা কমপ্লিট করে তথ্যপ্রযুক্তি সংস্থাএ সুযোগ পান কাজ করার। তবে তার এই কার্যকলাপের জন্যে লোকে তাঁকে পাগল বলে সম্বোধন করে থাকে। অনেকে তাকে আঁতেলও বলে থাকে। কিন্তু তিনি নিজের ইচ্ছেমতো গান এবং গানে কুরুচিকর ভাষা ব্যবহার করে থাকেন।