ফুল, হেলিকপ্টারে এন্ট্রি দিয়ে নবজাতক শিশু কন্যাকে স্বাগত জানাল গোটা পরিবার, দেখুন ভাইরাল ভিডিও

হিন্দুদের ঘরে কন্যা সন্তানকে লক্ষ্মীর আসনে বসানো হয়ে থাকে। তবে কুসংস্কার পূর্ণ পরিবারগুলোতে আজও মেয়েদের অবহেলা করে থাকে। তবে সময় পাল্টেছে এরকম মানসিকতার লোক আজ কিছুটা হলেও কমেছে। তবে উল্টোটাও হয় অর্থাৎ কথাটা একটু ব্যক্ত করে আপনাদের জানাই। কিছু পরিবার ঘরের মেয়ে আসলে খুবই মঙ্গল মনে করে, এরম এক উদাহরণের কথা আপনাদের কাছে তুলে ধরবো।

এক দম্পতির কোন কন্যা সন্তান ছিল না। তাঁরা এই নিয়ে প্রায়শই দুঃখ প্রকাশ করতেন। এবার তাদের ঘরে কন্যা সন্তান এসেছে। সেই ছোট মেয়ে শিশুকে খুব আদরের সাথেই অভ্যর্থনা জানালেন সেই পরিবার। সম্প্রতি এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। শেয়ার হওয়া ভিডিওটি ব্যাপক আকারে ভাইরাল হয়ে গিয়েছে। সবাই খুব প্রশংসা করছে।

এরকম ঘটনা ঘটেছে পুনে জেলার খেদ তালুকের শেলগাওয়ের একটি গ্রামে। কন্যা সন্তানের পিতার নাম হল বিশাল ঝরেকার। তিনি এত খুশি হয়েছেন তাঁর মেয়ে হয়েছে বলে, হেলিকপ্টার করে তার মেয়েকে নিয়ে আসলেন। তাঁর এই হেলিকপ্টার ব্যবস্থা করার জন্য খরচ পড়েছে ১ লক্ষ টাকা। গ্রামের সমস্ত মানুষ উপস্থিত ছিল এমন সুন্দর দৃশ্য দেখার জন্য। পরিবারের প্রতিটি সদস্যই খুবই খুশি হয়েছে কন্যা সন্তানের জন্য।

সোশ্যাল মিডিয়ায় দরুন দেখা যাচ্ছে ভিডিওটিতে, গ্রামে হেলিকপ্টার ল্যান্ড করেছে। সেই হেলিকপ্টার থেকে তাঁর পিতা কোলে করে নামাচ্ছে ফুটফুটে ক্ষুদে কন্যা সন্তানটি। যেন এক ছোট পরী কোলে শুয়ে আছে। বিশাল জানিয়েছেন, তাঁদের পরিবারের কোন মেয়ে ছিল না। তাই অনেক দিনের আশা ছিল একটি কন্যা সন্তানের। ভাইরাল হওয়া ভিডিওটিতে প্রচুর লাইক এসেছে। সবাই প্রশংসা যেমন করছে, তেমন ছোট ক্ষুদে কন্যা শিশুকে প্রচুর আশীর্বাদও করছে।