কফি ৩ হাজার, জল ২২৫ টাকা! কাতারি ‘অভ্যর্থনা’-য় সমর্থকদের পকেটে বাড়ল চাপ

শুরু হয়ে গিয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম বড় ইভেন্ট বিশ্বকাপ (fifa world cup)। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে কাতারে (qatar)। ইতিমধ্যেই এই খেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে প্রথম দুদিনের খেলাও সম্পন্ন হয়েছে। ফুটবলপ্রেমী মানুষদের কাছে এই ফুটবল বিশ্বকাপ যেন একটা উৎসবের মতন। চারিদিকে বইছে খুশির জোয়ার। এরই মধ্যে আবার কিছু ফুটবল সমর্থক নিজের পছন্দের দলকে সাপোর্ট করার জন্য পৌঁছে গিয়েছেন কাতারে। সেখানেই দেখবেন প্রিয় খেলোয়াড়ের খেলা।

টিকিট কেটে কাতারে পৌঁছে তো গিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে বিপাকে পড়েছেন ভারতবাসীরা। সেখানে সব জিনিসের দামই যেন আকাশছোঁয়া। জল থেকে শুরু করে খাবার, সবকিছুর দামই একেবারে যেন মধ্যগগনে রয়েছে।

img 20221120 181847

এরই মধ্যে শোনা গেল আরও এক খবর, যা শুনে কিছুটা খুশি হয়েও মাথায় চিন্তার হাত দর্শকদের। কাতার যেহেতু মদ্যপান নিষিদ্ধ দেশ, সেই কারণে বিশ্বকাপের কথা মাথায় রেখে বাডওয়াইজারের কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল বিয়ার বিক্রির। দোহার ফ্যান ফেস্টে এই বিয়ার বিক্রি করা হলেও, দাম শুনে চক্ষুচড়কগাছ সুরাপ্রেমীদের। মদ কিনতে গেলেই পকেট গড়ের মাঠে পরিণত হচ্ছে। সেখানে হাফ লিটার বিয়ারের দাম রাখা হয়েছে ১৩.৭৩ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা ১১২০ টাকার কাছাকাছি।

img 20221120 181912

শুধু বিয়ার নয়, কাতারে গিয়ে গলাও শুকিয়ে যাচ্ছে ভারতীয়দের। কারণ সেখানে এক গ্লাস জলের দাম রাখা হয়েছে ২.৭৫ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার দাম ২২৫ টাকার কাছাকাছি। আবার এক কাপ কফির দাম ভারতীয় মুদ্রায় পড়ছে ৩ হাজার টাকা। এখানেই শেষ নয়, পানীয়ের পাশাপাশি খাবারের দামও রয়েছে আকাশছোঁয়া। সামান্য পিৎজার দামই সেখানে পড়ছে প্রায় ১ হাজার টাকা। যার ফলে কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে গিয়ে বিপাকে পড়েছে বহু ফুটবল প্রেমী মানুষজন। এই বিষয় নিয়ে অনেকেই স্যোশাল মিডিয়ায় নানারকম পোস্ট শেয়ারও করেছেন। নেটদুনিয়ায় ক্ষোভ উগরে দিয়ে অনেকেই নির্ধারিত থাকার দিনের আগেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।