জাপানের সাগরে মিলল ৮ ফুট উচ্চতা বিশিষ্ট দৈত্যকার স্কুইডার, ছবি দেখে হতবাক নেটদুনিয়ার মানুষজন

জাপান সাগরে দৈত্যকার স্কুইডার

বিশ্বে বিভিন্ন ধরণের বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। মাঝে মধ্যেই ভিডিও বা ছবির মাধ্যমে মানুষের সামনে আসে মাছগুলি। যেগুলি দেখলে খুবই অবাক লাগে। আসলে মাঝে মধ্যেই সমুদ্রের দৈত‍্যকার মাছের দেখা মেলে। সম্প্রতি জাপানে এমনই এক দৈত‍্যকার মাছের দেখা মিললো। এক ব্যাক্তি ওই মাছটির সঙ্গে সাঁতারও কাটালেন। সামনে এলো সেই ভিডিও। চলুন বিস্তারিত জেনে নিন।

Squid

ঘটনাটি জাপানের তোয়োকা শহরে (Toyokawa City In Japan)। যেখানে দেখা মিলিয়ে এক দৈত্যাকার স্কুইড মাছ (Giant Squid Fish)। আসলে ঘটনাটি ঘটেছে ইয়োসুকে তানাকা (Yosuko Tanaka) নামে এক ডুবুরির সঙ্গে। তিনি ও তার স্ত্রী মিলিত ভাবে ওই স্থানে একটি রিসোর্ট চালান। ওই রিসোর্টের নাম টি-স্টাইল (T-style Resort)। তোয়ুকা শহরে অবস্থিত এই রিসোর্টটি ডুবুড়িদের জন্যই করা হয়েছে। আর তানাকা (R.Tanaka) একদিন ওই রিসোর্টে থাকা কালীন শুনতে পান জাপানের সমুদ্রে এক স্কুইডটি সাঁতার কাটছে।

এই খবর শুনে তৎক্ষণাৎ তানাকা সমুদ্রের কাছে যান এবং স্কুইডের সঙ্গে সাঁতার কাটেন। স্কুইডটি তানাকার থেকেও লম্বা। যা প্রায় ৮.২ ফুট। দৈত্যাকার স্কুইডটি দেখে প্রথমে তিনি অবাক হয়েছিলেন। প্রথম দিকে ভয়ও পেয়েছিলেন কিছুটা। তবে তারপরই মাছটির সঙ্গে সাঁতারে অংশ নেন তিনি। তানাকা জানিয়েছেন প্রায় ৩০ মিনিট মাছটির সঙ্গে সাঁতার কেটেছেন তিনি। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশও করেছেন তিনি।

 

প্রসঙ্গত, স্কুইড সাধারনত গভীর সমুদ্রে থাকে। কখনো কখনো তারা সমুদ্রের ধারে চলে আসে। মাঝে মধ্যে জালেও পরে এরা। এদের আয়ু খুব কম। মাত্র ৫ বছর। দৈঘ্যের কথা বললে এটি ৪০ থেকে ৫০ ফুট লম্বা হয়ে থাকে। এদের প্রধান খাদ্য সমুদ্রের ছোট মাছ। তবে এরাও কারো খাদ্য। কেননা মৃত তিমির পেট থেকেও স্কুইডের দেখা মিলছে অনেকবার। যদিও স্কুইড সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়না। তানাকার প্রকাশিত ভিডিওটি (Viral Video) দেখে বোঝা যাচ্ছে এই স্কুইডটির বয়স হয়েছে।