MBBS ডক্টরের গোবর খাওয়ার ভিডিও ভাইরাল! বললেন- এটা দেহ পবিত্র করে

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ভাইরাল হযে থাকে। কিন্তু আজ এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা চিকিৎসা জগতকে লজ্জায় ফেলে দিয়েছে। ভিডিও তে দেখা যাচ্ছে এক ‘MBBS: ডাক্তার গোবর খাচ্ছেন। অনেকে ভাইরাল ভিডিও টাকে কু সংস্কারের তকমা দিয়েছেন।
ব্যক্তিটির নাম মনোজ মিত্তাল। তিনি নিজে এক ‘MBBS’ ডাক্তার করনালের। তিনি একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার এবং নিজের হাসপাতাল আছে করনালের। তিনি বিগত কিছু বছর ধরে গরুর মূত্র এবং গোবর খেয়ে যাচ্ছেন।
একজন সাংবাদিক কর্মী তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি যুক্তি দেখিয়েছেন গরুর গোবরে প্রচুর পরিমাণে ভিটামিন বি ১২আছে। শরীরে তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে গরুর গোবর এবং মূত্র।
Dr. Manoj Mittal MBBS MD's prescription. Via @ColdCigar pic.twitter.com/SW2oz5ao0v https://t.co/Gzww80KiSs
— Rofl Gandhi 2.0 🏹 (@RoflGandhi_) November 16, 2021
তিনি বলেন ফ্রিজের খাবার খেলে ক্যান্সারের সম্ভবনা বেড়ে যায়। কিন্ত যদি গরুর গোবর বা মূত্র খাওয়া হয় তাহলে সেই সম্ভাবনা অনেক মাত্রায় কমে যায়। শরীরের অনেক রোগ প্রতিরোধ করতেও সাহায্যে করে গোবর।
তিনি আরো বলেছেন, যদি গর্ভবতী মহিলাকে ডেলিভারির সময় গোবরের জুস খাওয়ানো হয় তাহলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স খুব বেশি থাকে। তিনি নিজেও ঘরের ফ্যান এসি চালান না এবং মেঝেতে ঘুমান। গরুর গোবর বা মূত্র খেলে শরীরে ২৮ শতকরা অক্সিজেন থাকে।