হারমোনিয়াম বাজিয়ে বলিউডের গান গাইলেন ঠাকুমা, ভাইরাল হলো ভিডিও

হারমোনিয়াম বাজিয়ে বলিউডের গান গাইলেন

সোশ্যাল মিডিয়াতে (Social Media) প্রতিদিন কত কিছুই না প্রকাশ পায়। তার মধ্যে সব চেয়ে ভালো আর সবচেয়ে খারাপ জিনিস গুলি দারুণ ভাবে ভাইরাল হয়। মাঝে মধ্যেই এমন অনেক ভিডিও আসে, যেখানে কাওকে গান করতে দেখা যায়। কয়েক মাস আগে কাঁচা বাদাম গান গেয়ে এমন ভাবেই ভাইরাল হয়েছিলেন বাদাম কাকু ভুবন বদ‍্যকার। সম্প্রতি এমন আরেক গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল (Viral Video) হচ্ছে। যেখানে একজন বৃদ্ধাকে হারমোনিয়া বাজিয়ে গান করতে দেখা যাচ্ছে। আজকের প্রতিবেদনে আপনাদের এ নিয়ে বিস্তারিত জানাবো।

Aged person

সোশ্যাল মিডিয়াতে এমন গানের ভিডিও মাঝে মধ্যেই প্রকাশ পায়। যেখানে ভাইরাল মানুষগুলো তাদের কন্ঠের জাদু দিয়ে সকলকে মুগ্ধ করে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওটিতে এক বৃদ্ধা মহিলাকে দেখা যাচ্ছে। যিনি সুন্দরভাবে হারমোনিয়াম (Harmonium) বাজাচ্ছেন। সাথে সুরেল কণ্ঠে হৃদয় বিদারক গানও গাইছেন। বয়স যে একটা সংখ্যা মাত্র, এটা আবার প্রমান করলেন এই দাদি। একবার গানটি শুনলে আপনিও বার বার শুনতে চাইবেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে (Instagram) শেয়ার পোস্ট করা হয়েছে। এরপর থেকে ভিডিওটি দারুণ ভাবে ভাইরাল হচ্ছে। এখনো পর্যন্ত অনেক মানুষ এটি দেখেছেন। প্রায় ৩ মিলিয়ন ভিউ পড়েছে ভিডিওটিতে। এর মধ্যে ২৪০,৭৩৮ জন মানুষ এটিকে লাইক (Like) করেছেন। নেটিজেনরা অনেকেই বৃদ্ধার প্রশংসায় পঞ্চমুখ। তাঁকে সমর্থন করতে অনেকেই এগিয়ে আসছেন এবংভিডিওটি শেয়ার করেছেন।

‘দাদি’ গাওয়া হিন্দি গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সবার নজর কেড়েছে। ভিডিওতে বৃদ্ধ মহিলার প্রতিভা দেখে অনেকে তার প্রশংসা করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, হারমোনিয়াম বাজিয়ে সুরে সুরে এক হিন্দি গান গাইছেন বৃদ্ধ ‘দাদি’। ভিডিওটি দেখার পর আপনিও ‘দাদি’ গানের ভক্ত হয়ে যাবেন। অনেকে নানা মন্তব্য (Comment) করছেন এই পোস্টে। এক নেটিজেন মন্তব্য করে লিখেছেন, ‘ভালোবাসা শতাব্দী ধরে চলে আসছে এবং সবসময় থাকবে, দাদি বেঁচে থাকুন’। অন্য আরেক নেটিজেন লিখছেন, ‘ওহে আজ এই বয়সে এত ভালো গান গাইছে, আগে কত সুন্দর গাইতেন নিশ্চয়ই, ইন্ডাস্ট্রি হয়তো আরও ভালো শিল্পী পেত।

Related Articles

Back to top button