হঠাৎ বীরভূমে অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে নীলগাই! বিরল এই প্রাণীটিকে দেখতে উপচে পড়ছে ভিড়
বীরভূমে অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে নীলগাই

পৃথিবীতে বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। যার মধ্যে কিছু প্রাণী বিপন্ন প্রায়। এমনই এক প্রজাতির প্রাণী হলো নীলগাই (Blue Cow)। সমগ্র বিশ্বজুড়ে এদের সংখ্যা অনেক কমে এসেছে। নীলগাই আজ বিপন্ন প্রায় প্রজাতিতে পরিনত হয়েছে। তবে হটাৎ করেই যদি নীলগাই দেখেন, তবে কেমন লাগবে? এমনই ঘটলো বীরভূমের (Birbhum)একটি গ্রামে। যেখানে গ্রামবাসীরা দেখতে পেলেন একটি নীলগাই।
সম্প্রতি বীরভূমের পারুই থানার অন্তর্গত অবিনাশপুর গ্রামের (Abhinashpur Village) লোকেরা একটি নীলগাই দেখতে পেল। যা দেখে চোখ কপালে উঠেছে গ্রামবাসীদের। গত সপ্তাহের মঙ্গলবার সকালে গ্রামবাসীরা দেখেন একটি নীলগাই ইতস্তত ভাবে একদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। সকাল সকাল এমন বড় প্রাণী দেখে অনেকেই চমকে যায়। প্রথম দেখতে অনেকেই নীলগাইকে হরিণ বলে মনে করেন। খবরটি অল্প সময়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ ভিড় জমায়।
এই সব বিষয় যখন চলছিল, তখন গ্রামের কেও একজন বনদপ্তরে (Forest Department) খবর দিয়ে দেন। খবর দেওয়া হয় যে গ্রামে একটি হরিণ ঢুকে পড়েছে। এই ঘটনা শোনার পর সেখানে বনদপ্তরে কর্মী হাজির হয়। তাঁরা বলেন যে, এটি হরিণ নয় এটি নীলগাই। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই নীলগাই ঝাড়খণ্ড অঞ্চল থেকে এসেছে। প্রধানত দল ছুট হয়ে বীরভূমের লোকালয়ে ঢুকে পড়েছে।
নীলগাইকে দেখার জন্য অনেক মানুষ সেখানে ভিড় জমিয়েছিল। ফলে ভয় পেয়ে প্রাণীটি আরো দৌড়াতে লাগে। নীলগাইকে উদ্ধার করার জন্য চারটি বনদপ্তর এর টিম সেখানে উপস্থিত হয়েছিল।দুবরাজপুর ,বীরভূম, সিউড়ি ও বোলপুর অঞ্চলের চারটি বনদপ্তরের টিম অনেক চেষ্টার পর এটি উদ্ধার করেন। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় লেগেছে এটি ধরতে। বনদপ্তরের কর্মীরা জানিয়েছেন, উদ্ধার করা নীলগাইটিকে যথা স্থানে পুনর্বাসন দেওয়া হবে এবং আর যাতে লোকালয়ে ঢুকে না পারে সেদিকেও নজর দেবেন তারা।