VI 5G :শাওমির এই সকল ফোনে চলবে ভোডাফোন আইডিয়ার 5G, রইলো তালিকা

শাওমির এই সকল ফোনে চলবে ভোডাফোন আইডিয়ার 5G

ইতিমধ্যেই দেশে ৫জি পরিষেবা (5G Network Service) চালু হয়ে গিয়েছে। এ ক্ষেত্রে জিও (Jio) ও এয়ারটেল (Airtel) একে অপরকে তুমুল প্রতিযোগিতা দিচ্ছে। তবে ভোডাফোন আইডিয়া (Vodaphone Idea) এখনো তাদের ৫জি পরিষেবা চালু করেনি। কিন্তু খুব শীঘ্রই ভিআই-ও এই প্রতিযোগিতায় সামিল হবে। সম্প্রতি ভিআই একটি তালিকা প্রকাশ করেছেন যেখানে কোন কোন স্মার্টফোনে ভিআই ৫জি ইন্টারনেট (VI 5G Internet Service) কাজ করবে তা বলা হয়েছে। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

Shawmi Company

৫জি পরিষেবার অনেকটাই পিছিয়ে ভিআই। এ নিয়ে ভোডাফোন আইডিয়ার গ্রাহকেরা অনেকটাই চিন্তিত। কেননা জিও ও এয়ারটেল দেশের অনেক জায়গাতেই তাদের ৫জি পরিষেবা শুরু করে দিয়েছে। তবে এখনো পর্যন্ত ৫জি পরিষেবা শুরু করা নিয়ে ভিআই কোনো সাড়া করে নি। মনে করা হচ্ছে আগামী ২০২৪ সালের মধ্যে ৫জি পরিষেবা শুরু করে দেবে ভোডাফোন আইডিয়া।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ভোডাফোন আইডিয়া ৫জি পরিষেবা চালু হলে শাওমি ও রেডমি কোম্পানির স্মার্টফোনগুলিতে ভালো পরিষেবা দেবে (Vodafone-Idea reveals eligible Xiaomi phones for 5G support)। কেননা ৫জি পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে শাওমি স্মার্টফোনে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ভিআই। তাই আপনি যদি শাওমি বা রেডমির স্মার্টফোন ব্যাবহার করেন তাহলে আপনার ভিএই ৫জি নেটওয়ার্ক দুর্দান্ত চলবে।

xiaomi mi 11 ultra

কোন কোন স্মার্টফোনে এই পরিষেবা ভালো পাওয়া যাবে তার একটি তালিকা আগেই জানিয়েছে সংস্থা। এর মধ্যে রয়েছে শাওমি ১৩ প্রো, রেডমি নোট ১২ প্রো ৫জি, রেডমি ১১ প্রাইম ৫জি, রেডমি K50i, রেডমি নোট ১২ প্রো+ ৫জি, রেডমি নোট ১২ ৫জি, শাওমি ১২ প্রো, এমআই ১১ আল্ট্রা, আমআই 11এক্স প্রো, শাওমি ১১টি প্রো ৫জি, রেডমি নোট ১১টি ৫জি, শাওমি ১১ লাইট এনই ৫জি, রেডমি নোট ১১ প্রো ৫জি, এমআই ১১এক্স, এমআই১০, এমআই ১০টি প্রো, এমআই ১০আই। জানিয়ে রাখি, খুবই শীঘ্রই ভোডাফোন আইডিয়া ৫জি পরিষেবা শুরু করে দেবে।