শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে মাস গেলে কোটি কোটি টাকা কামাচ্ছেন উর্বশী রাউতেলা, এক একটি পোস্টের জন্য চার্জ করেন এত কোটি টাকা

সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে মাস গেলে কোটি কোটি টাকা কামাচ্ছেন উর্বশী

বলিউডের (Bollywood) অন্যতম এক অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। বর্তমানে বলিউড ছাড়িয়ে সমগ্র বিশ্বে তাঁর খ্যাতি। তিনি অভিনেত্রীর পাশাপাশি একজন জনপ্রিয় মডেল। আন্তর্জাতিক মঞ্চেও তাঁর জনপ্রিয়তা রয়েছে। তিনি সোশ্যাল মিডিয়াতে (Social Media) বেশ সক্রিয় থাকেন। রয়েছে ৬০ মিনিয়নের বেশি ফলোয়ার। তাঁর আয়ের প্রধান উৎস অভিনয় ও মডেলিং। তবে বিশেষ বিষয় হলো তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও অনেক টাকা উপার্জন করেন। সোশ্যাল মিডিয়া থেকে কত অর্থ উপার্জন (Earn By Posting On Social Media) করেন তিনি? শুনলে আপনিও অবাক হবেন। চলুন বিস্তারিত জেনে নিন।

অভিনেত্রী ঊর্বশী রাউটেলা অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টকে ঘিরে বেশি শিরোনামে থাকেন। ইনস্টাগ্রামে (Instagram) বলিউডের তারকাদের মধ্যে ঊর্বশীর ফলোয়ার্স (Followers) সবচেয়ে বেশি। আর এখানেই তিনি সুন্দর সুন্দর ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। শেয়ার করেন বিভিন্ন বিজ্ঞাপনের ছবিও। তবে জানেন কি ইনস্টাগ্রাম থেকে একটি বিজ্ঞাপনমূলক পোস্টের জন্য কত টাকা নেন তিনি? টাকার অঙ্ক শুনলে আপনার চোখ কপালে উঠবে। একটি গোপন সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী ইনস্টাগ্রামে এক একটি বিজ্ঞাপনি পোস্টের জন্য প্রায় ৩.৫ কোটি টাকা নিয়ে থাকেন।

 

উর্বশী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিভিন্ন যে ফ্যাশন এবং লাইফস্টাইল সংক্রান্ত পোস্ট করে থাকেন। আর এই পোস্ট গুলির জন্যই তিনি কয়েক কোটি টাকা চার্জ করেন। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে অভিনেত্রী খবরের শিরোনামে রয়েছেন। বিষয়টি বেশ আলোচিত ও চর্চিত। আর এই আলোচনা শুরু হয়েছে ঊর্বশীর একটি ইন্টারভিউকে কেন্দ্র করে। যেখানে তিনি বলে ‘আরপি’ নাকি তাঁকে ফোন করে। তবে তিনি কোনো কারণে সেই ফোন তুলতে পারেননি।

 

এখন প্রশ্ন হলো কে এই আরপি? ইনি কি ক্রিকেটার ঋষভ পান্থ (Rishav Panth)। এরপর থেকেই বিষয়টি বেশ জল ঘোলা হতে শুরু করে। শুরু হয় ট্রোলিংয়। ঋষভ পান্থও পাল্টা জবাব দিতে ছাড়েননি। এরপরই শুরু হয়ে যায় বাক যুদ্ধ। আর এরপরই ঊর্বশীর সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স বাড়তে থাকে। ফলে আজ তিনি কয়েক কোটি টাকা উপার্জন করেন সোশ্যাল মিডিয়া থেকে। যা যে কোনো মধ্যবিত্তের সারাজীবনের উপার্জনের থেকে অনেক বেশি।

Related Articles

Back to top button