যত খুশি লেনদেনের ওপর আসছে বড়সড়ো বাধা! এবার থেকে গুগল পে, ফোন পে তে লাগু হবে নতুন নিয়ম.
গুগল পে, ফোন পে তে লাগু হবে নতুন নিয়ম

ডিজিটাল ইন্ডিয়ার (Digital India) হাত ধরে ফোনপে (Phpnepe), গুগল পে (Google Pay)-এর মতো অ্যাপ গুলির ব্যাবহার অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে বেশির ভাব মানুষের হাতে রয়েছে স্মার্টফোন। আর সেই স্মার্টফোনের মধ্যেই ইনস্টল করে নিচ্ছে অ্যাপগুলি এবং প্রয়োজনীয় অর্থ প্রদান করছে। মেডিসিন শপ থেকে শুরু করে রেস্টুরেন্ট সব জায়গায়তেই এখন এভাবে লেনদেন করা হয়। এতদিন পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে যত খুশি টাকা ট্রান্সফার করা যেত তবে এবার সেই নিয়মের পরিবর্তন ঘটতে চলেছে। নতুন নিয়মে (New Rules) বেঁধে দেওয়া হবে টাকা ট্রান্সফারের লিমিট। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।
এতদিন পর্যন্ত ফোনপে, গুগলপে, পেটিএমের মতো থার্ড পার্টি ইউপিআই (UPI) অ্যাপগুলিতে অর্থ লেনদেন করার কোনো সীমা ছিল না। গ্রাহক এক সাথে যত পরিমান টাকা ট্রান্সফার করতে পারতো। এতদিন পর্যন্ত কোনো ভলিউম ক্যাপ না থাকায় গুগল পে এবং ফোন পে -র মার্কেট শেয়ার ৮০% বেড়েছে। তবে এবার এই লেনদেনের উপর ভলিউম ক্যাপ (Volume Cap) আনতে চলেছে। এর মধ্যে দিয়ে থার্ড পার্টি অ্যাপগুলির একচেটিয়া বাজার খর্ব করতে চায় ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation of India)।
সূত্র মারফত খবর, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই থার্ড পার্টি অ্যাপগুলির লেনদেনের সীমা ৩০% এর মধ্যে রাখতে চাইছে। এ নিয়ে আরবিআই-এর সঙ্গে আলোচনাও করা হচ্ছে। সম্প্রতি নিয়ে দুই সংস্থার আধিকারিকদের মধ্যে একটি বৈঠকও হয়েছে। জানা যাচ্ছে চলতি বছর শেষ হতে না হতে অর্থাৎ ডিসেম্বরে এ নিয়ে একটা পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, চলতি বছরের অক্টোবর মাসে অর্থাৎ পুজোর সময় ইউপিআই-এর মাধ্যমে প্রায় ১২.১১ লক্ষ কোটি টাকা ডিজিটাল লেনদেন হয়েছে। পুজোর আগে সেপ্টেম্বরে লেনদেন হয়েছিল ১১.১৬ লক্ষ কোটি টাকা। এই মাসে মোট লেনদেনের সংখ্যা ছিল ৬৭৮ কোটি। অক্টোবরে তা বেড়ে হয়েছে ৭৩০ কোটি।