আর গোপন রাখা যাবে না পরিচয়! ফোন এলেই জানতে পারবেন অপর প্রান্তে কে, আসছে নতুন বিল

অজানা কলারকে সনাক্ত করার পদ্ধতি লঞ্চ করলো কেন্দ্রীয় সরকার

সম্প্রতি টেলিকম বজারে ক্রেতা উদ্দেশ্য অনেক বড় বড় পরিবর্তন করছেন কেন্দ্র সরকার। এই পরিবর্তন গুলির জন্য একটি নতুন বিল পর্যন্ত পাশ করা হয়েছে কেন্দ্র সরকার দ্বারা। যেমন সম্প্রতি কেন্দ্র সরকার টেলিকম গ্রাহকদের সুরক্ষার জন্য রক্ত পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপে নতুন যে বিল পাশ হয়েছে তাতে গ্রাহকদের সুরক্ষার জন্য রক্ষা কবজ থাকবে। এই রক্ষাকবজটি হলো এবার থেকে আপনি অজানা নম্বর থেকে ফোন এলেই জানতে পারবেন কে রয়েছে অপর প্রান্তে।  এবার থেকে লোন, ক্রেডিট কার্ড বা লটারি জেতার অছিলায় ফোন করে আপনাকে ‘উত্তক্ত’ করতে পারবে না। সরকার অনলাইন জালিয়াতি থেকে বাঁচাতে এই ব্যবস্থা নিয়েছেন।

Unknown caller identify

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, টেলিকম বিল ২০২২-এর খসড়া তৈরি হয়ে গিয়েছে। এই নতুন বিলে বিভিন্নরকম পরিবর্তন ও পদক্ষেপ নেওয়া হলেও সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ব্যবহারকারীদের সুরক্ষাকে। এছাড়া মানুষকে ফ্রড বা প্রতারকদের থেকে বাঁচাতে আরো যেই পদক্ষেপ নিয়েছে সরকার তার মধ্যে একটি হলো এবার থেকে KYC করানো অনিবার্য করে দেওয়া হবে গ্রাহকদের জন্য। আর এই রক্ষা কবজ যে শুধু মোবাইল কল বা ল্যান্ডলাইন কলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই রক্ষা কবজ ফেস রিডিং, জুম কল, হোয়াটসঅ্যাপ কল, ফেসটাইম ইত্যাদি কলিং অ্যাপ গুলিকেও সুরক্ষা প্রদান করবে। অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে “আমরা কার সঙ্গে কথা বলছি, এটা জানা আমাদের অধিকার। আমরা খসড়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করেছি।”

ব্যাঙ্কিং ফ্রড ভাইরাস

সম্প্রতি আমেরিকা, রাশিয়া, স্পেনের পর এবার ভারতে হানা দিয়েছে নতুন ব্যাঙ্ক জালিয়াতি ভাইরাস। সম্প্রতি এই ভাইরাস নিয়ে সতর্কবার্তা জারি করেছে দেশের সাইবার সিকিউরিটি এজেন্সি CERT। সংস্থার তরফে জানানো হয়েছে, SOVA Android Trojan-এর মাধ্যমে গ্রাহকদের নিশানা করা হচ্ছে।  এই ব্যাঙ্কিং ট্রোজান কী-লগিংয়ের মাধ্যমে ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড চুরি করে। পাশাপাশি কুকি ডেটা চুরি করে ব্যবহারকারীদের প্রতারিত করার জন্য অনেক অ্যাপে অ্যাড করে। জুলাই ২০২২ থেকে ভারত সহ আরও অনেক দেশ এর শিকার হচ্ছে।

Unknown caller identify

এই ম্যালওয়্যারের সর্বশেষ সংস্করণটি ক্রোম, অ্যামাজনের মতো জনপ্রিয় অ্যাপগুলির লোগো-সহ প্লে স্টোরে থাকা নকল অ্যান্ড্রয়েড অ্যাপগুলির মধ্যে নিজেকে লুকিয়ে রাখে। ব্যবহারকারীরা যখন ব্যাঙ্কিং অ্যাপে লগ ইন করে তাদের অ্যাকাউন্টে ঢোকে তখন এই ম্যালওয়্যার ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সহ ব্যাঙ্কিং শংসাপত্রগুলি নিয়ে নেয়৷ এই বিষয়ে সরকার একটি তালিকা প্রকাশ্যে এনেছে। যা দেখে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এই বিপজ্জনক ব্যাঙ্কিং ম্যালওয়্যার থেকে নিজেদের রক্ষা করতে পারে।