টুম্পা সোনা এখন অতীত! এবার পুজো মাতবে নতুন গানে ময়না’র তালে

জনসাধারণের সেই টুম্পা সোনা এবারে অতীত। এবারে পুজো, ভাসান, সবেতেই বাজতে চলেছে ‘ময়না’। টুম্পার বাজার গেছে অনেকদিন হল এবারে মাঠে নামছে ‘ময়না’। গত বছর পুজো, ভাসান, পিকনিকে প্রায় সব জায়গায় সবার চাহিদা ছিল একচেটিয়া ‘টুম্পা সোনা’ গানটি। গত বছরের সবথেকে ভাইরাল হওয়া গানের মধ্যে যেটি একটি।এই গানের সুরেই তৈরী হয়েছে বিভিন্ন গান।

‘রেস্ট ইন প্রেম’ অভিজিৎ সরকারের নিজস্ব একটি ওয়েব সিরিজের একটি গান ছিল টুম্পা সোনা। এবারেও এই একই টিম টুম্পাকে সরিয়ে জনসাধারণের মনে ঝড় তুলতে আনছে ময়নাকে।আগের বারে টুম্পা সোনা গানে জনসাধারণের মন কেড়েছিল সুমনা দাস। তবে এবারে ময়নার চরিত্রে দেখা যাবে টলিপাড়ার অন্যতম সেরা অভিনেত্রী ঋত্বিকা সেন। সাথে থাকছেন আগের বারের মত এবারেও ছেলের চরিত্রে সায়ন ঘোষ।

এবারের ময়না গানের কথা লিখেছেন টুম্পা গানের কথা লিখেছেন যিনি সেই আরব দে চৌধুরী। সঙ্গীত পরিচালক অভিষেক সাহা। গানটির র‍্যাপ ভার্সন গেয়েছেন জেডবি। সুশান্ত প্রসাদের প্রযোজনা ও রৌনক এন্টারটেইনমেন্টের ব্যনারে আসতে চলেছে এই গান। এই গানে সিনেমাটোগ্রাফি করেছেন শুভদীপ নস্কর ও ভিডিওটির নির্দেশনা দিয়েছেন অরিজিৎ শেঠ। আর পুজোর আগেই বাজারে আসতে চলেছে এই গান ।

Related Articles

Back to top button