জানুন কে এই ট্রান্সজেন্ডার গৌরী সাওয়ান্ত! যার জীবন কাহিনী আজ গোটা ভারতের কাছে অনুপ্রেরণা

Transgender গৌরী সাওয়ান্তের জীবন সবার জন্য প্রেরণা দায়ক

ট্রান্সজেন্ডার (Transgender) যেই মানুষদের বলা হয় সেই মানুষরা না পুরোপুরি মহিলা হয় আর না পুরোপুরি পুরুষ হয়। এদের পৃথিবী ও জীবনযাপন আমাদের সাধারণ মানুষের জীবনযাপনের থেকে আলাদা হয় কারণ আমাদের সমাজ এই জাতিকে সব জায়গা থেকে বঞ্চিত রেখেছে যা একটা সাধারণ মানুষের অধিকার হয়। তাই এই ট্রান্সজেন্ডার (Transgender) প্রজাতির মানুষরা সাধারণত ভিক্ষা চেয়ে নিজেদের জীবনযাপন করে। যদিও দেশের আইনে ট্রান্সজেন্ডারদের সমান অধিকার দেওয়া হয়েছে সবক্ষেত্রে কিন্তু তা সত্ত্বেও আমাদের সমাজ এই ট্রান্সজেন্ডারদের যেই পরিমানে দূর-ছাই করে আইন অনুযায়ী সব অধিকার থাকা সত্ত্বেও এরা কোনো অধিকার পায় না বললেই চলে।

এমনকি কারুর বাড়িতে যদি ট্রান্সজেন্ডার বাচ্চা জন্ম নেয় তবে সেই পরিবার সেই বাচ্চাকে কোথাও ছেড়ে দেয় বা ডাস্টবিনে মরার জন্য ফেলে দেয়। তবে ট্রান্সজেন্ডারদের সাথে এমনটা করা সত্যি উচিত নয় কারণ আমাদের মতোই ভগবান এদেরও সৃষ্টি করেছে। তবে ধীরে ধীরে সমাজ নিজের মানসিকতা পরিবর্তন করছে ও এই ট্রান্সজেন্ডারদের কম সংখ্যক হলেও শিক্ষিত হতে ও নিজের পায়ে দাঁড়িয়ে জীবনে সফলতা অর্জন করতে দেখা যাচ্ছে।

Transgender Gauri Sawant

এই ধরণের ট্রান্সজেন্ডাররা অনেক সংঘর্ষের পর ও সমাজের সাথে লড়াই করার পর নিজের জীবনে সফলতা অর্জন করে থাকে। তাই আজ আমরা আমাদের আর্টিকেলে এমনি এক ট্রান্সজেন্ডারের বিষয় আলোচনা করবো যিনি নিজের জীবনে প্রচুর সংগ্রাম করেছেন আর আজ সফলতার চূড়ায় রয়েছেন। এমনকি তার জীবনের উপর একটি ওয়েব সিরিজও তৈরি হয়েছে যা খুব শীঘ্রই মুক্তি পাবে। আসুন তবে এই ট্রান্সজেন্ডারের জীবনের ব্যাপারে বিস্তারিত জেনেনি।

এই ট্রান্সজেন্ডার হলেন এক্টিভভিস্ট গৌরী সাওয়ান্ত (Gauri Sawant)। ইনি মহারাষ্ট্রের পুনেতে জন্মগ্রহণ করেছিলেন। তবে তার আসল নাম গণেশ নন্দন ছিল। কিন্তু তার বয়স যখন ৭ বছর তখন তার মা মারা যান। তার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন যিনি বেশিরভাগ সময় বাইরে থাকতেন। আর তাই তিনি তার ঠাকুমার কাছেই বড় হন। গৌরীর মায়ের মৃত্যুর পর তার শৈশব কেটেছে চরম দুঃখে। গৌরী (Gauri Sawant) তার ট্রান্সজেন্ডার হওয়ার বিষয়ে অনেক ছোটবেলা থেকেই সচেতন ছিলেন কিন্তু তিনি কখনোই তার বাবার সাথে খোলাখুলিভাবে এই বিষয়ে কথা বলেননি। একটা সময় গৌরী নিজে থেকেই নিজের নাম পাল্টে গণেশ নন্দন থেকে গৌরী সাওয়ান্ত রেখেছিলেন।

Transgender Gauri Sawant

ভিক্স ইন্ডিয়ার বিজ্ঞাপনে দেখানো হয়েছে যে গৌরী সাওয়ান্তের সাথে গায়ত্রী নামে একটি শিশুকন্যা রয়েছে যার নাম হলো গায়েত্রী। এই মেয়েটি হলো গৌরীর মেয়ে। মা হওয়ার জন্য গৌরীকে অনেক কঠিন কঠিন আইনের ঝামেলাকে অতিক্রম করতে হয়েছিল। গৌরী NALSA (ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি) তে তার আবেদন করেছিলেন। পিটিশন দাখিল হওয়ার পর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে নির্দেশ জারি করে এবং বলে যে এদের মেন্সট্রাইমে অন্তর্ভুক্ত করার জন্য বড় পদক্ষেপ নিতে হবে। এর পাশাপাশি ট্রান্সজেন্ডার অধিকার আদায়ের জন্য ওয়েলফেয়ার স্কিমে অন্তর্ভুক্ত করার জন্যও পদক্ষেপ নিতে হবে।

২০০১ সালে গৌরী একটি শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন। এই শিশু কন্যা অর্থাৎ গায়েত্রীর মা একজন সেক্স ওয়ার্কার ছিলেন। AIDS রোগ হওয়ায় যখন গায়েত্রীর বায়োলজিকাল মায়ের মৃত্যু ঘটেছিল তখন গৌরী এই শিশু কন্যাকে দত্তক নিয়েছিল। এছাড়া গৌরী সেইসব মেয়েদের সাহায্য করে যাদের সেক্সের ব্যবসায় জোর করে ঢুকিয়ে দেওয়া হয়। এছাড়া গৌরী নরক গরিব ও অসহায় মানুষদের সাহায্য করে থাকে।

Transgender Gauri Sawant

ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ইলেকশন এম্বাসেডর হয়েছেন গৌরী সাওয়ান্ত। ২০১৯ সালে গৌরীকে মহারাষ্ট্রের ১২ জন ইলেকশন এম্বাসেডর একজন হিসাবে নিযুক্ত করা হয়েছিল। যা LGBTQTA+ সম্প্রদায় থেকে পদে বসা ভারতের প্রথম মহিলা হয়েছিলেন। গৌরী সাওয়ান্ত একটি সাক্ষাতকারে বলেছিলেন যে – “আমি নিশ্চিত করতে চাই যে প্রত্যেকে তাদের মূল্যবান ভোট যেন নষ্ট না করে। সবাই যেন ভোট অবশ্যই করুক, সে গৃহিনী হোক, সেক্স ওয়ার্কার হোক কিংবা ট্রান্সজেন্ডার।

এদেশে গৌরী সাওয়ান্তের মতো নারীদের প্রয়োজন রয়েছে যারা শুধু নিজের দেশের মানুষের কথা ভাবে এবং তাদের জন্য কাজ করে। আজ তিনি তার কঠোর পরিশ্রম ও কাজ দ্বারা দেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে রাজত্ব করছেন। তার কাজের পরিপ্রেক্ষিতে তার জীবন নিয়ে নির্মিত হয়েছে একটি ওয়েব সিরিজ। যেখানে গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও পূর্ব মিস ইউনিভার্স সুস্মিতা সেন। সুস্মিতা সেনের এই ট্রান্সজেন্ডার লুক মানুষ দ্বারা খুব পছন্দ করা হচ্ছে। এই ওয়েব সিরিজটি OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই।

Related Articles

Back to top button