বড়ো সুখবর: দূর পাল্লার ট্রেনের যাত্রীদের জন্য আসছে নতুন সুবিধা

ভারতীয় রেলের বড় নেটওয়ার্ক পুরো দেশে ছড়িয়ে রয়েছে। প্রতিদিন ট্রেনে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। এই কারণে একে দেশের জীবনরেখা বলা যেতে পারে। যাত্রী সুবিধার জন্য অনেক সময় বিশেষ কিছু নিয়ম নিয়ে আসে। সম্প্রতি রেলওয়ে কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত নিয়ে এসেছে। এবার থেকে দূরপাল্লার ট্রেনের সাধারণ টিকিটের সুবিধা মিলতে চলেছে।

যারা দীর্ঘ যাত্রার জন্য সাধারণ টিকিটে যাতায়াত করেন তাদের জন্য খুবই স্পেশাল। যাত্রীরা ১০ই জুন থেকে দূরপাল্লার ট্রেন গুলোর ভ্রমণ সাধারণ টিকিটেই করতে পারবেন। তবে দূরপাল্লার ট্রেনের রিজার্ভ টিকিটের সুবিধাও রয়েছে। রেলওয়ে টিকিটের দাম উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আগের দামেই যাত্রীরা ট্রেনের সফর করতে পারবেন।

১০ই জুন থেকে সাধারণ টিকিট বিক্রি শুরু হচ্ছে গোরখপুর, দেরাদুন এক্সপ্রেসে। অত্যধিক ভিড়ের কারণে বিভিন্ন ট্রেনের বিভিন্ন তারিখে এই সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। গোরখপুর থেকে গোরক্ষধাম এক্সপ্রেসে সাধারণ টিকিটের সুবিধা মিলবে জুন মাসের ২৯ তারিখ থেকে। আসুন ট্রেনের তালিকা সম্বন্ধে জেনে নিন।

• ১৫০০৪ জুন মাসের ৯ তারিখ গোরখপুর – প্রয়াগরাজ
• ১৫০০৫ জুন মাসের ১০ তারিখ গোরখপুর-দেরাদুন
• ১৫০২২ জুন মাসের ১৩ তারিখ গোরখপুর-শালিমার
• ১২৫৮৯ জুন মাসের ১৫ তারিখ গোরখপুর-সেকেন্দ্রাবাদ
• ১২৫১১ জুন মাসের ২৩ তারিখ গোরখপুর-কোচিভেলি
• ১১০৮২ জুন মাসের ২৪ তারিখ গোরখপুর-এলটিটি
• ১১০৩৮ জুন মাসের ২৫ তারিখ গোরখপুর-পুনে
• ১২৫৮৭ জুন মাসের ২৭ তারিখ গোরখপুর-জম্মুটভি
• ১২৫৫৫ জুন মাসের ২৯ তারিখ গোরখপুর-হিসার
• ১১০৮০ জুলাই মাসের ২ তারিখ গোরখপুর-এলটিটি
• ১২১৬৬ জুলাই মাসের ২ তারিখ গোরখপুর-এলটিটি
• ১২৫৯১ জুলাই মাসের ২ তারিখ গোরখপুর-যশবন্তপুর
• ১৫০১৮ জুলাই মাসের ২ তারিখ গোরখপুর-এলটিটি
• ১৫০২৮ জুলাই মাসের ২ তারিখ গোরখপুর-হাতিয়া
• ১১০৫৬ জুলাই মাসের ৩ তারিখ গোরখপুর-এলটিটি
• ১২৫৯৭ জুলাই মাসের ৫ তারিখ গোরখপুর-মুম্বাই
• ১৫০২৩ জুলাই মাসের ৫ তারিখ গোরখপুর-যশবন্তপুর
• ১৫০২৯ জুলাই মাসের ৭ তারিখ গোরখপুর-পুনে