দুই বাংলার জন্য সুখবর! চালু হচ্ছে নতুন রেলপথ , মাত্র কয়েক ঘণ্টায় কলকাতা থেকে পৌঁছে যাবে বাংলাদেশ

কয়েক ঘন্টার মধ্যে ট্রেনে করে কোলকাতা থেকে বাংলাদেশ

দেশের রেল (Rail) ব্যবস্থা হল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পরিষেবা। ট্রেনে করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অতি সহজেই যাওয়া যায়। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ট্রেনে সফর করে থাকেন। তাছাড়াও ট্রেনের টিকিটের দাম খুবই কম, এই কারণে সাধারণ মানুষ ট্রেনে সফর করা বেশি পছন্দ করে থাকেন। এবার ভারতীয় রেল (Indian Rail) কর্তৃপক্ষের তরফ থেকে নতুন খবর ঘোষণা করা হলো।

Bangladesh Padma Bridge

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আসার পর থেকে ভারতীয় রেল ব্যবস্থা আরো উন্নতি করা হয়েছে। তাছাড়া আগে রেলে করে শুধু মাত্র দেশেই মধ্যে পরিষেবা পাওয়া যেতো। এখন সেটা আন্তর্জাতিক স্তরেও পৌঁছে গিয়েছে। দিন দিন আরো উন্নত পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এখন আপনি ট্রেনে করে নেপাল, ভুটান ইত্যাদি জায়গায় যেতে পারবেন। এবার বাংলাদেশেও যেতে পারবেন ট্রেনে করে।

কি অবাক হচ্ছেন তো? তবে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারত থেকে যে রেলপথটি চালু করা হবে, সেই রেলপথটির নাম দেওয়া হয়েছে ইন্দো বাংলাদেশ রেল প্রকল্প। খুব শীঘ্রই সেটি চালু করে দেওয়া হবে। রেলের কাজ খুব দ্রুত এগোচ্ছে। এই বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী (Pankaj Choudhary)। রেলপথটি আগরতলা থেকে বাংলাদেশের আখাউরা পর্যন্ত যাবে।

Railway Service

এতে সময় লাগবে মাত্র ১০ ঘন্টা। এর ফলে আগরতলা ও আখাউরার মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনাদের জানিয়ে রাখি, এই প্রকল্প কিন্তু ইংরেজরা যখন দেশে ছিল, তখন থেকেই এটি চালু হয়েছিল। কিন্তু একটা সময়ে এই রেলপথটি বন্ধ হয়ে যায়। তবে ২০১০ সালে সেটি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ১০ বছরের মধ্যে সেটি বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু ২০২০ সালে কোভিড পরিস্থিতির জন্য সেটি চালু করা হয়নি। তবে ২০২৩ এর মধ্যে এটি চালু হওয়ার কথা রয়েছে।