৭০ বছর বয়সে বাবা হলো বিশালাকার কচ্ছপ, ৪৯ বছরের গার্লফ্রেন্ডের সাথে হয়েছিল প্রেম

প্রতিটি বাবা-মার কাছে সবথেকে বেশি আপন হয়ে থাকে তার কাছের মানুষটি। একটা কথা খুব প্রচলিত রয়েছে, সেটি হলো একজন মানুষের তাঁর পিতামাতার ছাড়া অন্য কোন বহির মানুষ তার কাছের হতে পারে না। তবে বাবা-মা হওয়ার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। প্রতিটি মানুষের বয়স বাড়ার সাথে সাথে,

বাবা মা হওয়ার ক্ষমতা কিছুটা করে কমতে থাকে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, পশুপাখিদের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য নয়। আজ সেরম উদাহরণ আপনাদের বলব, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি কচ্ছপের বাবা হওয়ার খবর তুমূল আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। কচ্ছপটির বর্তমান বয়স ৭০ বছর। সে এই বয়সে বাবা হয়েছেন।

কচ্ছপটি তার ৪৯ বছর বয়সী মহিলা বন্ধু চার্লিকে গর্ভবতী করেছে। ব্রিটেনের বিশ্ব চিড়িয়াখানায় চার্লির জন্ম দেওয়া দুই শিশু কচ্ছপই মেয়ে। তাদের ওজন বর্তমানে খুব কম। কিন্তু পরবর্তীতে আকারে তারা অনেক বাড়তে পারে, বলে মনে করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তার সাথে কর্তপক্ষ এটাও জানিয়েছেন, ডার্ক কবে চার্লিকে গর্ভবতী করল, তা ঘুণাক্ষরেও টের পাননি তারা।

চিড়িয়াখানার তথ্য অনুসারে, চার্লির ডিম দেওয়ার ১১৩ এবং ১১৮ দিনের ব্যাবধানে জন্ম হয়েছে বাচ্চা দুটির। ২০১৮ সালে চার্লিকে প্রথম চিড়িয়াখানায় আনা হয়েছিল। ১৯৬২ সালে প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপ থেকে ধরা হয়েছিল ডার্ককে। এই প্রজাতির কচ্ছপ ৬ ফুট পর্যন্ত বাড়তে পারে তারা একটি অদ্ভুত শব্দ করে থাকে এবং রোম্যান্টিক আবহাওয়া সৃষ্টি করে এরা।