আবারো আম্ফান এর মত ঘূর্ণিঝড়ে তছনছ হতে পারে গোটা বাংলা, এইদিন আছড়ে পড়ার আশঙ্কা

গত কয়েক বছরে করোনার উপদ্রব সাধারণ মানুষকে নিঃস্ব করে তুলেছে। অনেক মানুষ কাজ হারিয়েছেন আবার অনেক মানুষ তাদের কাছের প্রিয়জনকেও হারিয়েছে। তবে বুকে যন্ত্রণা নিয়ে আবার সাধারণ জীবন যাপনে ফিরছে। কিন্তু বঙ্গের মানুষকে নিঃস্ব করার জন্য প্রতি বছরের মতোই প্রাকৃতিক দুর্যোগ আবির্ভাব হতে চলেছে।

গত বছরগুলিতেও প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। একে কোভিডের কারণে সাধারণ মানুষের কাজ যেমন হারিয়েছে, তেমনি কিছু জায়গায় বা কিছু গ্রামের প্রাকৃতিক দুর্যোগের জন্য নিজেদের শেষ সম্বলটুকু হারিয়েছে মানুষ। প্রাকৃতিক দুর্যোগ যেন মানুষের জীবনের বিষ প্রাণের মত কাজ করছে। আগের বছর গুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে, মানুষজনের বাড়িঘর সবই হারিয়েছে।

তাছাড়া ঘূর্ণিঝড়ের সাথে প্রবল বৃষ্টির জন্য সমস্ত কিছু ভেসে গিয়েছে গরিব মানুষগুলোর। এবারও আবহাওয়া দপ্তর থেকে ইঙ্গিত দিয়েছে, আম পানের ঘূর্ণিঝড় আবারো আসতে পারে আসতে চলেছে। বৈশাখ মাসের গরমে মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে।

সকাল দশটার পর থেকে এত গরম রাস্তায় বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। তার ওপর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে, মে মাসেই ঘূর্ণিঝড় আসতে চলেছে। ইতিম্যেই উত্তর ভারত মহাসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হতে চলেছে ঘূর্ণাবর্ত। দুই সাগরেই তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এই ঘূর্ণাবর্ত যত সময় যাবে গভীর নিম্নচাপে সৃষ্টি হবে। এরপর ৫ই মে নাগাদ ঘূর্ণিঝড় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায়।