কথাতেই শুধু নারী পুরুষ সমান! সীতার চরিত্রে ১২ কোটি পারিশ্রমিক নিয়ে এবার বিস্ফোরক স্বয়ং কারিনা

হিন্দু পৌরাণিক কাহিনী রামায়ণ এর উপর তৈরি হচ্ছে অলৌকিক সিনেমা, সীতার চরিত্রে অভিনয় করছেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী ও স্টাইল আইকন করিনা কাপুর খান। তাঁর দ্বারা তৈরি অভিনীত সিনেমা দিয়ে সীতার চরিত্র দিয়েই দেখানো হবে ভারতের ও হিন্দুদের ধার্মিক এই পৌরাণিক মহাকাব্যের গল্পঃ। কিন্তু গতমাসে খুব বিতর্ক হয় যখন জানা যায় এই চরিত্রে অভিনয় করার জন্য পারিশ্রমিক হিসাবে করিনা ১২ কোটি টাকা দাবি করেছেন, আর তা না পেলে তিনি এই চরিত্রে কাজ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

আমাদের পৌরাণিক মহাকাব্য এর উপর নির্মিত সিনেমা তে সীতার চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক বাড়াতে চাওয়ার পর থেকেই বিশাল বিতর্কের মুখে পড়েছেন করিনা কাপুর খান। সীতার চরিত্রে অভিনয় করার জন্য এক ঝটকায় ১২ কোটি টাকার পারিশ্রমিক চেয়ে বসা। সোশ্যাল মিডিয়া জগতে, নেট দুনিয়ার লোকেদের ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়েন তিনি, তাকে সেই সব ট্রোল ও হাসি ঠাট্টা এর সম্মুখীন হতে হলো আর সহ্য করতে হলো। অনেকেই অভিযোগ করেছেন, প্রথমে তিনি একজন হিন্দু হয়ে করিনা সীতার ভূমিকায় অভিনয়ের জন্য পারিশ্রমিক বাড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।

নেটপাড়া এর নাগরিক এরা দাবি করেন, সীতার চরিত্রে অভিনয় করার যোগ্যতা নেই করিনা কাপুর এর। ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়তে হয় তাকে। যদিও এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দেননি তার স্বামী সইফ আলী খান। সেই সময় তাঁকে তার পারিশ্রমিক বৃদ্ধি এর দাবির। জন্য সমর্থন জানাতে এগিয়ে এসেছিলেন অনেক বলিউডের অনান্য নাম করা অভিনেত্রীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিশেষ করে পূজা হেগড়ে, প্রিয়ামনি, তাপসী পান্নুর মতো কিছু জন। শোনা গেছে এই ছবির কাজ সম্পন্ন করার জন্য ৮-১০ মাস সময় দিতে হবে প্রোডিউসার বেবোকে।

বলিউড এর ভিতর নায়ক-নায়িকাদের মধ্যে পারিশ্রমিক এর জন্য ঝামেলা ও পারিশ্রমিক বৃদ্ধি এর মতো ঘটনা গুলো কোনো নতুন ঘটনা নয়। এর আগেও এরকম বিষয় নিয়ে অনেক রকম ঝামেলা হয়েছে। তবে এক ইন্টারভিউ এ এই প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী করিনা কাপুর খান। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন ‘কিছু বছর আগে তো কেউ এই প্রশ্নটাই তুললতেন না যে একজন পুরুষ শিল্পী ও একজন মহিলা শিল্পী একই পারিশ্রমিক পেতে পারেন, তবে এখন অভিনেত্রীরা মুখ খুলছেন’। তাঁর সাথে আরও জানিয়েছেন, ‘আমি জানি আমি কী চেয়েছি। আসলে এটি মহিলাদের প্রতি সম্মানের প্রদর্শনেরও বিষয়, তবে আমি আশাবাদী এটা ভেবে যে সময় পালটাচ্ছে’।