বিমানবন্দরের ন্যায় গড়ে উঠবে ভারতের এই রেলওয়ে স্টেশন! যাত্রীরা পাবেন একাধিক বিলাসবহুল সুযোগ-সুবিধা

জয়সালমের রেলস্টেশন চমকপ্রদ ভাবে পুনর্নির্মান হবে, খরচ হবে ১৪৮ কোটি টাকা

আমাদের দেশের রেল ও রেলওয়ে স্টেশনগুলিকে অত্যাধুনিকের দিকে নজর রাখছে। সম্প্রতি, ভারতে একটি রেল স্টেশনকে এমনভাবে পুননির্মাণ করতে চলেছে যেটি বিমানবন্দরের সৌন্দর্য কাড়বে এবং এর সুযোগ-সুবিধাও থাকবে বিলাসবহুল। এই স্টেশনটি হলো ভারতের জয়সালমের রেলস্টেশন (Jaisalmer Railstation)।

Jaisalmer railway station

জয়সালমের রেল স্টেশনের নকশা:-

হ্যাঁ, এই রেল স্টেশনটির পুননির্মাণ হবে এবং এর পরিকল্পনা অনুযায়ী নকশা সামনে এসেছে। ভারতীয় রেল (Indian Railways) টুইটারে এর নকশা শেয়ার করেছে। রেল কর্তৃপক্ষ জানান, এই স্টেশনটি এমন কৌশলে পুননির্মাণ করা হচ্ছে যেটি পর্যটনের দিক থেকেও নজর কাড়বে।

বিমানবন্দরের মতো সুযোগ-সুবিধা:-

রেলওয়ে সূত্রের খবর অনুযায়ী, জয়সালমের (Jaisalmer) রেল স্টেশনটি হবে তিন তলা বিশিষ্ট। এখানে সুযোগ-সুবিধা থাকবে বিমানবন্দরের মত, এখানকার খাবার, দৃষ্টিকার্ষণ ওয়েটিং রুম, শীত নিয়ন্ত্রণ (AC), এস্কেলেটর ও লিফটের মত সুবিধা প্রদান করবে। টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হবে।

Jaisalmer railway station

পুননির্মাণের জন্য খরচের পরিমাণ:-

রেলওয়ে আধিকারিক তথা, ‘DRM’ গীতিকা পান্ডে বলেছেন, এই রেল স্টেশনকে সুন্দর করতে শিল্প-সংস্কৃতির দিকে নজর দেওয়া হবে। যা দেশ-বিদেশের পর্যটকদের মুগ্ধ করবে। তিনি জানান পরিকল্পনা অনুযায়ী, এই রেল স্টেশন পুনঃনির্মাণের জন্য খরচ হবে প্রায় ১৪৮ কোটি টাকা।

কাজ শুরুর সময়:-

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে, উত্তর-পশ্চিম রেলের যোধপুর ডিভিশনে অবস্থিত জয়সালমের রেলস্টেশন পুনর্নির্মাণে কাজের চুক্তি দেয়া হয়েছে এসকেটি এসজিসিসিএল (JV) সংস্থাকে। এই স্টেশনের কাজ চলতি মাসেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। এই কাজ সম্পন্ন হতে প্রায় দু বছর সময় লাগবে।

Jaisalmer railway station

নতুন ভবনের রং পুরো বদলে যাবে:-

এই স্টেশনের নতুন ভবনটি হবে তিন তল বিশিষ্ট। গীতিকা পান্ডে বলেন, নতুন ভবনে হলুদ কালারের পাথর ব্যবহার করা হবে। যেখানে খোদাই করা অনেক ঐতিহ্যবাহী দৃশ্যের দেখা মিলবে। যার ভোল পুরো বদলে যাবে এবং নতুন চমক আনবে।