Optical Illusion: চোখ ধাঁধানো এই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ফুটবল, ৯৯ শতাংশ মানুষ খুঁজে বের করতে ব্যর্থ!

কিছু কিছু ছবি এমন ভাবে তৈরি করা হয় যা চোখ ও মাথাকে কনফিউজড করে দেয়। এই ছবি গুলিকে অপটিক্যাল ইলিউশন বলে। তবে এই কনফিউশনে ভরা ছবি গুলিতে মাথা খাটাতে বেশ মজাই লাগে সবার। কারণ ছবিতে লুকিয়ে থাকা কনফিউশনগুলি আপনার ব্যক্তিত্বের বিষয় অনেক কথা বলে। ব্যক্তিত্ব সম্পর্কিত এই কথাগুলির মধ্যে কিছু এমন ফ্যাক্ট কথা থাকে যা আপনিও এতদিন নিজের সম্পর্কে জানতেন না।তবে কিছু কিছু অপটিক্যাল ইলিউশনের (Optical illusion) ছবি আবার শুধু মজা বা ব্রেনের খেলার জন্য শুধু মাত্র তৈরি করা হয়। বলা যেতে পারে অপটিক্যাল ইলিউশন ছবি গুলির শিল্পীদের মানুষকে দিয়ে ব্রেনের ব্যায়াম করানোর দক্ষতা রয়েছে। সম্প্রতি এমনি একটি ব্রেনের ব্যায়াম করানো অপটিক্যাল ইলিউশন (Optical illusion)ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ছবিতে ইউজারদের চ্যালেঞ্জ করা হয়েছে যে তাদের ছবির মধ্যে ফুটবল খুঁজেবার করতে হবে।

অপটিক্যাল ইলিউশনের সৌন্দর্য হল আমাদের চোখ এবং মস্তিষ্ক প্রতারণার জন্য পরিচিত। এই ধরনের ছবি আমাদের বিশ্বাস করায় যে আমরা যা দেখছি সেয়াই সত্যি কিন্ত বাস্তবে তা এক্কেবারেই হয় না। আসলে এই ছবিটি এমন একটি ছবি যা দেখে মনে হচ্ছে একটি সমুদ্র সৈকতে অনেক লোক রয়েছে ও উপভোগ করছে। আর ছবিতে অনেকগুলি ছোটো ছোটো ক্যাম্পও তৈরি করা হয়েছে। আর এই সবের মধ্যে একটি ফুটবলও রয়েছে এবং এটিকেই খুঁজেবার করার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে।অপটিক্যাল ইলিউশনে ছবি গুলি আমাদের মাথা ভেতর থেকে ছালা-ভালা করে দেয় অর্থাৎ অনেকটা পরিমানে কনফিউজড করে দেয় এবং এই ছবি গুলি বৈজ্ঞানিকদের সংকেত দেয় যে ছবির বিষয় কথা বলার সময় আমাদের মস্তিষ্কের কিভাবে কাজ করা উচিত।

img 20221115 224649

এই ছবিটির বিষয় মজার ব্যাপার হলো এই ছবিটিকে দেখলে ফুটবলটি চট করে চোখে পরবে না। ছবিতে দেখা যাচ্ছে যে নিচে পড়ে থাকা জিনিসগুলোর চারপাশে অনেকে বসে আছে এবং কিছু বাচ্চা খেলা করছে। কিন্তু সব কিছুর মাঝে ফুটবলটিকে কিছুতেই দেখা যাচ্ছে না। কিন্তু আপনি যদি এই ফুটবল খুঁজে পান, তাহলে আপনাকে জিনিয়াস বলা হবে। কিন্তু আপনি যদি খুঁজে না পেয়ে থাকেন আসুন জেনেনি ফুটবলটি কোথায় রয়েছে?

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছবিতে অনেক গুলি ছাতা খোলা অবস্থায় রয়েছে। এই ছাতা গুলির মধ্যে বাঁ দিকে যে বড় ছাতা রয়েছে তার ঠিক নিচেই রয়েছে ফুটবলটি। এই ফুটবলটা ছাতা ও একজন শুয়ে থাকা ব্যক্তির মাঝে দেখতে পাওয়া যাচ্ছে। ফুটবলটা ছবির সাথে এমন কিরে সেট করা হয়েছে যাতে দেখতে পাওয়া না যায় কিন্তু খুব ভালো করে দেখলে তখন দেখতে পাওয়া যাবে।