বিশ্বের সবচেয়ে ধনী পরিবার বলে কথা, জানুন মুকেশ আম্বানি সহ তার বাড়ির সকলের পড়াশুনার দৌড়

ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন শিল্পপতি (businessman) মুকেশ আম্বানি (Mukesh Ambani)। শুধু তাই নয় মুকেশ আম্বানির (Mukesh Ambani) নাম গোটা পৃথিবীর ১০ জন সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৭ নম্বরে রয়েছে। বলা যেতে পারে মুকেশ আম্বানি এই পৃথিবীর ধনী ও বিখ্যাত শিল্পপতিদের (Business man)মধ্যে অন্যতম। এছাড়া জানিয়ে দি মুকেশ আম্বানি ও তার পরিবার প্রায় তাদের ব্যবসা, ব্যক্তিগত জীবন ও বিশেষ করে লাক্সারি জীবনযাপনের জন্য আলোচনার বিষয় হয়ে থাকে। বিশেষ করে মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি (Nita Ambani)প্রায় আলোচনার বিষয় হয়ে থাকেন। বলা যেতে পারে পৃথিবীতে এমন কোনো লাক্সারি বস্তু নেই যেটা আম্বানি পরিবারের কাছে নেই। সবচেয়ে দামি বাড়ি থেকে শুরু করে সবচেয়ে দামি গাড়ি পর্যন্ত সবকিছুই রয়েছে আম্বানি পরিবারের কাছে।
জানিয়ে দি যে মুকেশ আম্বানি ও নিতা আম্বানির (Nita Ambani)-এর ৩ সন্তান রয়েছে। এই ৩ সন্তানের নাম হলো ইশা (Isha Ambani), আকাশ (Akash Ambani), ও অনন্ত আম্বানি (Ananta Ambani)। কিন্তু আপনি কী জানেন যে যেই আম্বানি পরিবার প্রতি ঘন্টায় কোটি কোটি টাকা আয় করে তার শিক্ষাগত যোগ্যতা কী? যদি না জেনে থাকেন তবে এই আসুন জেনেনি এই আর্টিকেলের মাধ্যমে আম্বানি পরিবারের শিক্ষাগত যোগ্যতা। চলুন প্রথমে মুকেশ আম্বানির ৩ সন্তানের শিক্ষাগত যোগ্যতা জেনেনি। ইশা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করার পর ইউনিভার্সিটি থেকে মনস্তত্ত্বের উপর উচ্চশিক্ষার ডিগ্রি অর্জন করেছেন। ইশা (Isha Ambani) স্ট্যান্ডফোর্ড গ্রাজুয়েট স্কুল অফ বিজনেস থেকে এমবিএ পাশ করেছেন।
মুকেশ আম্বানির বড় ছেলে ও ইশার যমজ ভাই আকাশ (Akash Ambani) ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করে রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সের উপর উচ্চশিক্ষার ডিগ্রি নিয়েছেন। এরপর মুকেশ আম্বানির সবচেয়ে ছোট ছেলে অনন্ত আম্বানি ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলেই পড়েন। তারপর এরপর অনন্ত (Anant Ambani) আলমা ম্যাটার ব্রাউন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাশ করেন অনন্ত। অন্যদিকে অনিল আম্বানি (Anil Ambani) এবং টিনা আম্বানির (Tina Ambani)বড় সন্তান আনমোল (Anmol Ambani) মুম্বাইয়ের কাথিড্রাল অ্যান্ড জন কনন স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর ইংল্যান্ডের সেভেন ওক্স স্কুলে পড়েছেন। তারপর তিনি সেখানে ওয়ারউইক বিজনেস স্কুল থেকে ম্যানেজমেন্টের উপর বিএসসি পাশ করেন।
এছাড়া আনমোলের ছোট ভাই জয় অংসুল আম্বানি (Anshul Ambani) দাদার মতই ক্যাথিড্রাল অ্যান্ড জন কনন স্কুলে পড়াশোনা করেছিলেন। এরপর তিনি আমেরিকায় পাড়ি দেন এবং এখান থেকে পরে নিউইয়র্ক গিয়ে স্ট্রেন স্কুল অফ বিজনেস থেকে গ্রাজুয়েশন পাশ করেন। আর সবার শেষে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি ইনস্টিটিউট অব কেমিক্যাল টেকনোলজি-তে পড়াশোনা করেছেন কিন্তু নিজের পড়াশোনা সম্পূর্ন করতে পারেননি কারণ তাকে তার বাবার সাথে ব্যবসা সামলাতে হয়েছিল। আর মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি বিয়ের আগে মুম্বাইয়ের নার্সি মঞ্জি কলেজ কমার্স এন্ড ইকোনমিক্সে পড়াশোনা করতেন।