দেখুন বলিউডের এই ৯ জনপ্রিয় দম্পতি কে যাদের মধ্যে কেউ ৫ বছর আবার কেউ ৯ বছর লিভ-ইন-এ থাকার পর ভেঙেছেন সম্পর্ক

বলিউড (Bollywood)ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা (actor-actress) যেমন দুর্দান্ত অভিনয় করে তেমন লুকের দিক থেকে এনারা অপূর্ব সুন্দর/সুন্দরী দেখতে হয়। আর এই সৌন্দর্য্যের প্রতি মুগ্ধ হয়ে ও একসাথে কাজ করতে করতে অনেক সময় এই অভিনেতা-অভিনেত্রীরা (actor-actress) বা বলিউড (Bollywood) সেলিব্রিটিরা একে অপরের সাথে ভালোবাসার সম্পর্কের জড়িয়ে পরে। কিছু কিছু সময় এই সম্পর্ক গুলি পূর্ণতা পায় আর কিছু কিছু সময় এই সম্পর্ক গুলি ভেঙে যায়। আজ আমরা আমাদের আর্টিকেলে বলিউডের ৮ জন এমন জুটির (Bollywood couple)বিষয় আলোচনা করবো যারা একসময় প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল কিন্তু কোনো দুঃখজনক কারণে তাদের সম্পর্কে পরে বিচ্ছেদ ঘটেছিল। তবে এই জুটিরা সম্পর্কে থাকাকালীন সেরকম আলোচনার বিষয় হয়ে না থাকলেও এনাদের ব্রেকাপ হয়ে উঠেছিল বলিউডের সবচেয়ে বেশি আলোচনার বিষয়। এমনকি আজও তাদের ব্রেকাপের প্রসঙ্গ উঠলে পরিস্থিতি হয়ে ওঠে গরম। আসুন দেখেনি বলিউডে জুটিদের (Bollywood couples)এই তালিকাটি।
১) ক্যাটরিনা কেইফ ও রণবীর কাপুর: এই জুটি বলিউডের খুব জনপ্রিয় জুটি ছিল একসময়। ৬ বছর ক্যাটরিনা ও রণবীর একে অপরকে ডেট করেছিল ও দুইজনে লিভ-ইনে ছিল। কিন্তু পার্সোনাল কারণে দুজনের মধ্যে ঝগড়া-বিবাদ হওয়ায় এই জুটির ব্রেকাপ হয়েছিল।
২) টাইগার ও দিশা: টাইগার ও দিশাও বলিউডের জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম ছিল। এই জুটি ৫ বছর একে অপরকে ডেট করেছে ও একসাথে লিভ-ইনে ছিল। কিন্তু পার্সোনাল কারনে চলতি বছর এই জুটির ব্রেকাপ হয়ে যায়।
৩) সুশান্ত ও অঙ্কিতা: সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডের সম্পর্কের কথা কে না জানে। দুজনে একসঙ্গে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে কাজ করেছিলেন এবং সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্কের শুরু হয়েছিল। কিন্তু ২০১৬ সালে নিজেদের মধ্যে ঝগড়া ও অমিলের কারণে তাদের সম্পর্ক ভেঙে গেছিল। এরপর সুশান্ত বলিউড অভিনেত্রী রিয়ার সাথে সম্পর্কতে গেছিল এবং ২০২০ সালে সুশান্তের মার্ডার হওয়ার কারণে মৃত্যু ঘটে।
৪) প্রিয়াঙ্কা ও শাহিদ: কারিনা কাপুরের সাথে ব্রেকআপের শাহিদ প্রিয়াঙ্কা চোপড়ার সাথে রিলেশনে গেছিলেন এবং এনারা লিভ-ইন পর্যন্ত করছিলেন। কিন্তু শাহিদ কেরিয়ারে সেরকম সফলতা অর্জন করতে পারছিলেন না এবং এই জুটির মধ্যে অনেক সমস্যা দেখা দিচ্ছিল বলে এই জুটির ব্রেকাপ হয়ে গেছিল।
৫) অভয় দেওল ও প্রীতি দেশাই: বলিউডের জনপ্রিয় অভিনেতা অভয় দেওল তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় থেকেছেন সবসময়। তিনি দীর্ঘদিন ধরে প্রীতি দেশাইকে ডেট করেছিলেন এবং দুজনে লিভ-ইন সম্পর্কেও ছিলেন। কিন্তু কিছুদিন পর তাদের পার্সোনাক ঝগড়া-ঝামেলার জন্য দুজনেই একে অপরের সাথে ব্রেকাপ করে নিয়েছিলেন।
৬) দীপিকা পাডুকোন ও নিহার পান্ডিয়া: নিজের কেরিয়ারের শুরুতে দীপিকা, নিহারের সাথে প্রেমের সম্পর্কে ছিলেন ও লিভ ইন করতেন। কিন্তু ধীরে ধীরে দীপিকা ফেমাস হতে শুরু করেছিল ও তাই নিহার দীপিকার জীবন খুব কন্ট্রোল করতে শুরু করেছিল যারফলে দীপিকার কেরিয়ারে বাধা সৃষ্টি হচ্ছিল। আর তাই এনারা একে অপরের সাথে ব্রেকাপ করে নিয়েছিল।
৭) রাজেশ খান্না ও টিনা মুনি: পত্নী ডিম্পল কাপাডিয়ার সাথে আলাদা হয়ে যাওয়ার পর রাজেশ খান্না ডেট করতে শুরু করেছিলেন টিনাকে। এমনকি এই জুটি একে অপরের সাথে লিভ-ইনে ছিলেন পর্যন্ত। কিন্তু পরবর্তীকালে পার্সোনাল সমস্যার জন্য এই জুটির ব্রেকাপ হয়ে গেছিল।
৮) বিপাশা ও জন: এই জুটি একসময় বলিউডের জনপ্রিয় জুটি ছিল। ৯ বছর একে অপরকে ডেট ও লিভইন করার পর এই জুটি পার্সোনাল ঝামেলার কারনে একে অপরের সাথে ব্রেকাপ করে নিয়েছিল।