শাহরুখ-সালমান-আমির নন বরং এই বলিউড অভিনেতা দিয়েছিলেন বলিউড কে প্রথম ১০০ কোটি টাকার সিনেমা উপহার

বলিউড অভিনেতা দিয়েছিলেন বলিউড কে প্রথম ১০০ কোটি টাকার সিনেমা

চলতি বছরটা বলিউডের (Bollywood) জন্য একদমই ভালো যাচ্ছে না। বড় বড় তারকাদের ছবি একটার পর একটা ফ্লপ হচ্ছে। এই বছর তেমন কোনো ছবি ১০০ কোটি উপার্জন করতে সক্ষম হয়নি। শুধুমাত্র ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ ছবিটি চলতি বছরে ১০০ কোটির বেশি আয় করতে পেরেছে। যাইহোক, আপনি জানেন কি? বলিউডের কোন ছবি প্রথম ১০০ কোটি আয় করেছিল? যদি না জানেন তবে আজকের প্রতিবেদন থেকে এর উত্তর জেনে নিন।

সালমান খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত ‘হাম আপকে হ্যায় কৌন’ (Hum Apke Hai Kon) ছবিটি বলিউডের প্রথম সিনেমা যেটি ১০০ কোটি টাকার ব্যবসা করতে সক্ষম হয়েছিল। এতোদিন পর্যন্ত এমনটাই ধারণা ছিল বলিউড প্রেমীদের। তবে সম্প্রতি এক নতুন তথ্য উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে হাম আপকে হ্যায় কৌন ছবিটি নয়, বরং ‘ডিস্কো ড্যান্সার’ (Disco Dancer) সিনেমাটি প্রথম ১০০ কোটির ব্যাবসা (Bollywood’s First 1 Billion Grosser Film) করেছিল। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সোভিয়েত ইউনিয়ন সহ আরো বেশ কিছু দেশে ছবিটি বেশ সাফল্য লাভ করেছিল। খবরটি প্রকাশ্যে আসতেই বলিউডে বাঙালির জয়জয়কার শুরু হয়ে গিয়েছে।

 

সম্প্রতি মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে। সেই বইয়ে দাবি করা হয়েছে, এই ছবিটি প্রথম হিন্দি সিনেমা যা ১০০ কোটি টাকা আয় করেছিল। প্রকাশিত হওয়া বইটির নাম ‘মিঠুন চক্রবর্তী: বলিউডের দাদা’ (Mithun Chakraborty : Bollywood Er Dada)। এই বইটি লিখেছেন খ্যাতিমান চলচ্চিত্র সাংবাদিক ও পরিচালক রাম কমল মুখোপাধ্যায় (Kamal Mukhopadhyay)। বইটিতে ডিস্কো ডান্সার সিনেমাটিকে উৎসর্গ আলাদা ভাবে একটি অধ্যায় লেখা হয়েছে। যেখানে তিনি ডিস্কো ডান্সার ছবিকে ভারতের প্রথম ১০০ কোটি উপার্জন করা চলচ্চিত্র হিসাবে উল্লেখ করেছেন।

মিঠুন চক্রবর্তী অভিনীত ডিস্কো ডান্সার ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮২ সালে। ছবিটি অমিতাভ বচ্চন-ধর্মেন্দ্র-আমজাদ খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা শোলে-এর রেকর্ড ভেঙে দিয়েছিল বলে দাবি করা হয়েছে ওই বইয়ে। বাঙালি এই অভিনেতা বলিউডে নিজের ক্ষমতা দিয়ে সুপারস্টার হয়ে উঠেছেন। তাঁর ক্যারিয়ারে ডিস্কো ডান্সার খুবই উল্লেখযোগ্য একটি ছবি। তিনি এখনো পর্যন্ত ৩০০টির বেশি হিন্দি ছবিতে কাজ করেছেন। হিন্দি সহ বাংলা ও তেলেগু ছবিতেও তিনি কাজ করেছেন। লক্ষ লক্ষ মানুষ তাঁর ভক্ত। আর এই বিষয়টি শোনার পর মিঠুন ভক্তরা আরো উচ্ছাসিত।