“টাকা নয় কাজ চাই”- এইভাবে রতন টাটার অফার ফিরিয়ে ছিলেন এই ব্যাক্তি

টাকা নয় কাজ চাই

ভারতে হৃদয়বান ব্যক্তি হিসেবে রতন টাটার (Ratan Tata) নাম সবার প্রথমে আসবে। কথিত আছে তিনি তার উপার্জনের বেশিরভাগ টাকা দেশের দরিদ্র মানুষদের জন্য দান করে থাকেন। তার জন্য আজ অনেক দরিদ্র শিশু খাবার খেতে পারে। তবে আজকের গল্পটি একটু অন্যরকম।

Ratan Tata

বেশিরভাগ সময় দেখা যায় কোন ধনী ব্যক্তি (Richest Person) কোন গরীব মানুষকে টাকা দিলে সে সেটা নিয়ে থাকে। কিন্তু এমনটা হল না শিল্পী নিলেশ মোহিতের (Nilesh Mohit) ক্ষেত্রে। রতন টাটা তাঁকে খাম ভর্তি টাকা দিলেও তিনি সেটা নিতে অস্বীকার করেছিলেন। তার বদলে শিল্পী (Artist) এমন কিছু বলেছিলেন, যা তাঁর প্রতি সম্মান অনেক অংশ বাড়িয়ে দেয়। কি ঘটেছিল সেই ঘটনাটা চলুন বিস্তারিত জেনে নিন?

শিল্পী নীলেশ মুম্বাইয়ের কোলাবার বস্তিতে থাকেন। তিনি তাঁর বৃদ্ধা মা, স্ত্রী এবং ৩ বছরের বাচ্চা নিয়ে খুব দারিদ্র্যের সাথে দিন কাটিয়ে থাকেন। তাঁর বয়স ৩০ বছর। ছোটবেলা থেকেই দারিদ্রতা তাঁকে গ্রাস করেছে। তবে তাঁর মধ্যে অসাধারণ প্রতিভা হলো পেইন্টিং (Painting)। তাঁর বস্তির ছোট্ট ঘরের মধ্যে শুধুই পেইন্টিং-এ ভরা। এ যেন অনন্য প্রতিভা নীলেশের। নীলেশ হোটেল ওয়েটারের কাজ করে থাকে।

Nilesh Mohit

তবে পেইন্টিং দিয়ে তো আর পেট ভরে না বা তার পরিচিতি ও এমন খুব একটা বেশি নয়, যে তাঁর পেইন্টিং হাজার হাজার টাকা দিয়ে বিক্রি হোক হয়ে যাবে। কিন্তু তিনি যখন রতন টাটার ছবি এঁকেছিলেন এবং সেটা তাঁকে উপহার হিসেবে দিয়েছিলেন, তখন রতন টাটা খুব খুশি হয়ে তাকে খাম ভর্তি টাকা দিয়েছিলেন। যা প্রায় ৭০ লাখ বা তার বেশি হতে পারে। কিন্তু নীলেশ সেটা নিতে চাইনি, তিনি রতন টাটাকে বলেছিলেন, টাকা তাঁর লাগবেনা। তাঁকে যেন একটা কাজ দেওয়া হয়ে থাকে। রতন টাটা তখন বলেছিলেন, তোমার কিছু হলে আমার অফিস থেকে জানিয়ে দেবে। যদিও এরপর রতন টাটার সাথে তাঁর আর দেখা হয়নি।

Artists