ভারতের এই ১১ টি জেলা দিয়ে ছুটবে নয়া বন্দে ভারত এক্সপ্রেস! জানুন রুট, স্টপেজ ভাড়া সহ ট্রেনের সময়সূচী

ভারতের এই ১১ টি জেলা দিয়ে ছুটবে নয়া বন্দে ভারত এক্সপ্রেস

দেশের অন্যতম দ্রুতগামী রেল হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) । ইতিমধ্যে ১৫টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দ্রুত গতিতে ছুটে চলেছে। এবার দেশের ১৬ তম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কোথায় চলবে এই ট্রেন? সময় সুচিই বা কি? চলুন সমস্ত তথ্য জেনে নিন এই প্রতিবেদন থেকে।

Vande Bharat Express

১১টি জেলা দিয়ে ছুটবে দেশের ১৬তম বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি কেরলের রাজধানী তিরুবনন্তপুরম থেকে শুরু করে কাসারগোড় (Thiruvananthapuram to Kasaragod) পর্যন্ত চলাচল করবে। মাঝে পড়বে কোল্লাম, কোট্টায়াম, এর্নাকুলাম টাউন, ত্রিশুর, শোরানুরজেন, কোঝিকোড়, কান্নুর সহ মোট ১১টি জেলা। দুটি প্রান্তিক স্টেশনের সঙ্গে মাঝে পড়বে মোট ৭টি রেল স্টেশন। স্বয়ং প্রধানমন্ত্রী এই ট্রেনটির উদ্বোধন করলেন।

দক্ষিণ রেলের পক্ষ থেকে এমনই তথ্য দেওয়া হয়েছে। সপ্তাহে ৬দিন চলবে এই ট্রেন। তবে বৃহস্পতিবার বন্ধ থাকবে বন্দে ভারত এক্সপ্রেস। আগামী ২৬শে এপ্রিল প্রথম পরিষেবা শুরু করবে ট্রেনটি। প্রতিদিন ভোর ৫.২০ মিনিটে তিরুবনন্তপুরম থেকে ছাড়বে এই ট্রেন। কাসারগোড় থেকে দুপুর আড়াইটার সময় ট্রেন ছাড়বে। তিরুবনন্তপুরম থেকে কাসারগোড় পৌঁছাতে সময় লাগবে ৮ ঘন্টা।

Train

ভাড়ার কথা বলতে গেলে কাসারগোড় থেকে তিরুবনন্তপুরম পর্যন্ত যাত্রী পিছু ১৫২০ টাকা লাগবে। এই রুটে এক্সিকিউটিভ ভাড়া পড়বে ২৮১৫ টাকা। ভাড়া দেওয়ার সময়ই ক্যাটারিং চার্জ কেটে নেওয়া হবে। তবে কোনো যাত্রী যদি ট্রেনের খাবার না খান তবে ক্যাটারিং চার্জ বাদ দিতে পারেন। প্রতিদিন এই রুটে একটি করেই ট্রেন থাকবে আপাতত।