প্রতিভা থাকলে কে আটকাবে! কোনো গডফাদার নয় বরং নিজের দমেই আজ বলিউড স্টার এই ৭ তারকা

এই বলিউড অভিনেতা-অভিনেত্রীরা নয় নেপটিজাম মেটিরিয়াল

ভারতে ফিল্ম ইন্ডাস্ট্রি গুলির অনেক ভাগ রয়েছে যেমন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, ভোজপুরি, তামিল, তেলেগু, কন্নড়, মারাঠি, পাঞ্জাবি ইত্যাদি। তবে সবার উপরে যেই ইন্ডাস্ট্রি দেশ-বিদেশে পরিচিত সেটা হলো বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি (Bollywood film industry)। বলিউড ফিল্মের ও এখানকার অভিনেতা-অভিনেত্রীদের ভক্ত দেশের পাশাপাশি বিদেশেও ছড়িয়ে রয়েছে। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির (Bollywood film industry) ফিল্ম, কাস্ট, পরিচালক, কোরিওগ্রাফার, সিঙ্গাররা এতটাই দুর্দান্ত ও ট্যালেন্টেড হয় যে গোটা বিশ্ব বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির উপর মুগ্ধ।

লোকে অধির আগ্রহে অপেক্ষা করে বসে থাকে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন নতুন ফিল্ম দেখার জন্য। এমনকি ভারতের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরা ও হলিউড ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরাও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ খোঁজে ও এই ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করে। তবে কোনো জিনিসের যেমন ভালো দিক থাকে তেমন খারাপ দিক থাকে। বলিউডের খারাপ দিক হলো নেপটিজাম বা স্বজনপোষন (Nepotism)। এই স্বজনপোষনের (Nepotism)  ফলে ট্যালেন্ট না থাকা সত্ত্বেও কিছু স্টার কিডরা বা গড ফাদার থাকা সেলিব্রিটিরা বলিউডে কব্জা করে বসে রয়েছে এবং অনেক আসল ট্যালেন্টরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তবে এখনো বলিউডে এমন কিছু কিছু সফল অভিনেতা-অভিনেত্রী (Actor-actress) রয়েছে যাদের পিছনে কোনো গড ফাদার বা সাহায্য করার কেউ ছিল না তাও তারা সফলতা অর্জন করে দেখিয়ে দিয়েছে। আসুন এই আর্টিকেলের মাধ্যমে এমন অভিনেতা-অভিনেত্রীদের  (Actor-actress) তালিকার বিষয় জেনেনি যারা কারুর সাহায্য ছাড়া বলিউডে নিজেদের সফল অভিনেতা-অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমান করেছে।

১) শাহরুখ খান: শাহরুখ খান কে এবং তিনি বলিউডের কতটা সফল অভিনেতা সেই বিষয় তো নতুন করে কিছু বলার নেই। শাহরুখের যখন ১৫ বছর বয়স ছিল তখন তার বাবা মারা গেছিলেন। তারপর পেটের দায়ে থিয়েটার থেকে শুরু করে ভলেন্টিয়ার হিসাবেও কাজ করেছেন তিনি। তারপর অনেক কষ্ট করার পর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ফিল্মের মাধ্যমে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন তিনি এবং নিজেকে সফল অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন।

২) দীপিকা পাডুকোন: বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকা পাড়ুকোন। ইনি আজ বলিউডের সফল অভিনেত্রী কিন্তু এনার পিছনেও গড ফাদার ছিল না। ইনি প্রথমে মডেলিং ও মিউজিক ভিডিওয়ের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। তারপর ২০০৭ সালে তিনি শাহরুখ খানের বিপরীতে ফারাহ খানের ওম শান্তি ওম দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন।

৩) কঙ্গনা রণওয়াত: চারটি জাতীয় পুরস্কারের অধিকারিণী কঙ্গনা রানাওয়াত বলিউডের টপ অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এনারও কোনো গড ফাদার ছিল না। ইনি ২০০৬ সালে বলিউডে ‘গ্যাংস্টার’ ফিল্মের মাধ্যমে আগমন ঘটিয়েছিলেন।

৪) অনুষ্কা শর্মা: অনুষ্কা শর্মা এমন একজন অভিনেত্রী যার বলিউডের সঙ্গে কখনো কোনো কানেকশনই ছিল না ও না কোনো গড ফাদার ছিল। অভিনেত্রী হওয়ার ইচ্ছা নিয়ে মডেলিং ও অডিশন দিতে দিতে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রব নে বানা দি জোড়ি’ ফিল্ম দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি।

৫) কার্তিক আরিয়ান: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের বাবা-মা দুজনেই ডাক্তার। তার বাবা মনীশ তিওয়ারি একজন শিশু বিশেষজ্ঞ এবং তার মা ডাঃ মালা তিওয়ারি একজন গাইনোকোলজিস্ট। তিনি ডিওয়াই কলেজ অফ ইঞ্জিনিয়ারিং নাভি মুম্বাই থেকে বায়োটেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেছেন। বরাবর অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল তার মনে। তারপর ফিল্ম লাইনে চেষ্টা করতে করতে ২০১১ সালে প্যার কা পাঞ্চনামা ফিল্মের মাধ্যমে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন এবং এইমুহুর্তে বলিউডের সবচেয়ে পপুলার তারকাদের মধ্যে একজন তিনি।

৬) প্রিয়াঙ্কা চোপড়া: এনারও কোনো গড ফাদার ছিল না। মাত্র ১৭ বছর বয়সে মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পর মডেলিংয়ের কাজ করতে করতে বলিউডে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। আজ প্রিয়াঙ্কা একজন গ্লোবাল অভিনেত্রী। বলিউডের পাশাপাশি হলিউডেও জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

৭) ঐশ্বর্য রায় বচ্চন: এই অভিনেত্রীরও কোনো গড ফাদার ছিল না। ইনি মিসওয়ার্ল্ড খেতাব জেতার পর বলিউডে আগমন ঘটিয়ে ছিলেন ও এক বলিউডের সফল অভিনেত্রী হিসেবে পরিচিত।