বিয়ের পরই শুরু করেছিলেন কেরিয়ার, তারপর ঘুরেছে ভাগ্যের চাকা! তালিকায় রয়েছেন এই অভিনেতাও

কথায় বলে বলিউডের মত গ্ল্যামার অন্য দুনিয়াতে খুবই কম দেখা যায়। তবে এই বলিউড সেলেবদের জীবনের এমন অনেক অজানা গল্প আছে, যা শুনে কিছুটা হতভম্ব হয়ে যান তাঁদের ফ্যানরা। অনেকে বলেন বিয়ের পর অভিনয় জীবনের কেরিয়ারে কিছুটা ভাঁটা পড়ে যায়। তবে জানেন কি, বলিউডের এমন অনেক সেলিব্রিটি রয়েছেন, যারা কেরিয়ার শুরুই করেছিলেন বিয়ের পর। কিংবা যাদের কেরিয়ার দাঁড়িয়েছিল বিয়ের পর থেকেই। জেনে নিন তালিকা-
অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari)- ২০০৬ সালে সত্যদীপ মিশ্রকে বিয়ে করেছিলেন বিখ্যাত অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তবে এক বছরের মধ্যে তাঁদের বিবাহ বিচ্ছেদ হওয়ার পর ২০০৯ সালে ‘দিল্লি 6’ চলচ্চিত্রে প্রথম দেখা গিয়েছিল তাঁকে।
মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)- ২০০৩ সালে ‘জিনা সিরফ মেরে লিয়ে’ চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করলেও, নিজের বিয়ের কথাটা গোপন করে গিয়েছিলেন এই অভিনেত্রী। রিপোর্ট বলছে, তাঁর বাবা মা-ই অভিনেত্রীর বিয়ের কথাটা জানিয়ে দিয়েছিলেন।
আমির খান (Aamir Khan)- বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান চলচ্চিত্রে আসার আগেই রীনা দত্তকে বিয়ে করেছিলেন। রিপোর্ট বলছে, ১৯৮৬ সালে বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রীনা দত্তকে বিয়ে করার পর ১৯৮৯ সালে ‘কেয়ামত সে কেয়ামত’ চলচ্চিত্রের হাত ধরে বিনোদন দুনিয়ায় পা রাখেন তিনি। যদিও, বিয়ের ১৬ বছর পর ২০০২ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
সোনু সুদ (Sonu Sood)- ১৯৯৯ সালে তামিল চলচ্চিত্র ‘কাল্লাজাগর’র মধ্য দিয়ে গ্ল্যামার দুনিয়ায় নাম লিখিছিলেন এই অভিনেতা। তবে অভিনয় দুনিয়ায় প্রবেশ করার পূর্বে ১৯৯৬ সালে বান্ধবী সোনালীকে বিয়ে করেছিলেন সোনু সুদ।
শাহরুখ খান (Shah Rukh Khan)- এই তালিকা থেকে বাদ যাননি বলিউডের বাদশা শরুখ খানও। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডে তাঁর অভিষেক হলেও, এর ঠিক একবছর আগে গৌরীর সঙ্গে বিয়েটা সেরে নিয়েছিলেন শাহরুখ খান।