চলতি বছরেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন একাধিক তারকা রয়েছে পুনীত রাজকুমার সহ আরো অনেকেই

এবছর শেষ হতে চলল, হয়তো ভালো স্মৃতি থেকে খারাপ স্মৃতি বেশি রয়েছে করোনা পরিস্থিতিতে। কোভিড ১৯ অনেক আপন মানুষ আমাদের ছেড়ে চলে গিয়েছে। তেমনি আমাদের কিছু কাছের অভিনেতা, অভিনেত্রীরও মৃত্যু হয়েছে। কারোর মৃত্যু হয়েছে করোনাতে, কারোর মৃত্যু হয়েছে অজ্ঞাত কারণে আবার কারোর মৃত্যু হয়েছে শারীরিক বয়সজনিত কারণে। আজ জেনে নেওয়া যাক রুপোলি পর্দার কোন কোন জনপ্রিয় সেলিব্রেটিদের হারিয়েছি?

দিলীপ কুমার- ৮০ এবং ৯০ দশকের বলিউডের জনপ্রিয় অভিনেতা ছিলেন দিলীপ কুমার। তাঁর কিছু কিছু মুভি সুপারহিটও হয়েছে। তিনি তাঁর অভিনয়ের দক্ষতা দ্বারা দশর্কদের মন জিতে নিয়েছিলেন।
পুনীত রাজকুমার- দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা পুনীত রাজকুমার। তিনি অনেক সুপারহিট মুড়ি করেছেন দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে। কিন্তু তিনি মাত্র ৪৬ বছর বয়সেই মারা গেলেন হার্ট অ্যাটাকের জন্য। তাঁর মৃত্যু হয়েছে ২৯ শে অক্টোবর।

সিদ্ধার্থ শুক্লা- টিভির ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ছিলেন সিদ্ধার্থ শুক্লা। তাঁর মৃত্যু হয় ১০ ই অক্টোবর তিনিও সুশান্ত সিং রাজপুতের মতই অজ্ঞাত কারণে মারা গিয়েছেন। যদিও তাঁর মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয়েছে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক। তবে অনেকে মনে করেন, এটা আসল কারণ নয়। যদিও পুলিশ তদন্ত করে কিছুই পায়নি।

সুলেখা সিক্রির- ছোটপর্দার জনপ্রিয় সিরিয়াল বালিকা বধূর সুলেখা সিক্রির অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তিনি বলিউডের মুভিতেও অভিনয় করেছেন। তাঁর শেষ ছবি ‘বাধাই হো’। তবে তাঁর যথেষ্ট বয়স হয়েছিল তিনি অনেক দিন ধরেই ভুগছিলেন অবশেষে তিনি মারা যান। ঘনশ্যাম নায়েক- দুর্দান্ত অভিনেতা ছিলেন ঘনশ্যাম। তাঁকে নাটুকাকাও বলা হত। তিনি ৩০ শে অক্টোবর মারা যান। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন অবশেষে তিনি মারা যান।