রয়েছে বজরাঙ্গি ভাইজান থেকে ফ্যান সিনেমার নাম, বলিউডের এই ৫ টি ছবির শুটিং কোনো শুটিং সেটে নয় বরং হয়েছে তারকাদের বাড়িতেই

বজরাঙ্গি ভাইজান থেকে ফ্যান সিনেমার নাম

যে কোনো চলচ্চিত্র সুন্দর ভাবে ফুঁটিয়ে তোলার জন্য ছবির কাহিনী অনুযায়ী স্থান কাল পাত্র নির্বাচন করা হয়। যেখানে স্থান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিনেমা শুট করার জন্য রয়েছে অসংখ্য স্টুডিও ও ফিল্ম সিটি। অনেক সময় বিদেশে পাড়ি দিয়েও ছবির শুটিং করা হয়। আপনারর নিশ্চয় দেখেছেন সর মধ্যে কনো পাহাড়ের দৃশ্য দেখাচ্ছে তো কখনো সমুদ্রের দৃশ্য। তবে আজ আপনাদের এমন কয়েকটি বলিউড ছবির সম্পর্কে বলতে যাচ্ছি, যা শুট করা হয়েছিল বলি তারকাদের বাড়িতে। চলুন ছবিগুলোর নাম জেনে নিন।

১) ফ্যান (Fan) 

Fan

২০১৬ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত এই ছবিটি। ছবিটি ভিএক্সএফ বেশ প্রসংশিত হয়েছিল। তবে ছবিটি বক্সঅফিসে ভালো ফলাফল করতে পারেনি। যায় হোক, এই ছবির কিছু দৃশ্যের শুটিং শাহরুখ খানের বাড়ির মধ্যে করা হয়েছিল।

২) সঞ্জু (Sanju)

Sanju

বলিউডের হিট ছবিগুলোর মধ্যে একটি হলো সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’। এই ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। ছবিতে বেশ কিছু দৃশ্যের শুটিং করা হয়েছিল সঞ্জয় দত্তের মুম্বাইয়ের ইম্পেরিয়াল হাইটের ফ্ল্যাটে।

৩) আজিব দাস্তা হ্যায় ইয়ে (Ajeeb Dastan Hai Yeh)

Ajeeb Dastan Hai Yeh

করণ জোহর পরিচালিত আজিব দাস্তা হ্যায় ইয়ে একটি শর্ট ফিল্ম। স্বামী-স্ত্রীর মধ্যেকার সমস্যা নিয়ে এই কাহিনী তৈরি করা হয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন রণদীপ হুডা এবং রানি মুখার্জি। এই ছবিতে বেশকিছু দৃশ্য রয়েছে, যার শুটিং হয়েছিল পরিচালকের বাড়িতেই।

৪) বজরঙ্গি ভাইজান (Bajrangi Bhaijaan)

Bajrangi Bhaijaan

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি বক্সঅফিসে ব্লকব্লাস্টার হয়েছিল। সালমান খান অভিনীত ছবিগুলোর মধ্যে এটি অন্যতম। এই ছবির বেশিরভাগ দৃশ্য শুট হয়েছিল কাশ্মীর এবং পাকিস্তানে। তবে হয়তো অনেকে জানেন না, ছবির কিছু দৃশ্য রয়েছে, যা শুট হয়েছিল সালমানের পানভেল ফার্মহাউসে।

৫) বীর জারা (Veer Zara)

Veer Zara

শাহরুখ খান অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম হলো বীর জারা। ২০০৪ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রেমের গল্পের উপর ভিত্তি করেই ছবি নির্মিত হয়েছিল। এই ছবিটির শুটিং করা হয়েছিল অভিনেতা সইফ আলি খানের পৈতৃক বাড়ি পতৌদি প্যালেসে।

৬) রঙ দে বাসন্তী (Rang De Basanti)

Rang De Basanti

বলিউডের সর্বকালের সেরা ছবিগুলি মধ্যে একটি হলো ‘রঙ দে বাসন্তী’। দেশ প্রেমের ওপর ভিত্তি করে ছবিটি নির্মিত হয়েছিল। এই ছবিতে অভিনয় করেছেন আমির খান থেকে শুরু করে শরমন জোশি, আর মাধবন, কুনাল কাপুর এবং সিদ্ধার্থ। হয়তো অনেকেই জানেন না এই ছবিটিও পতৌদি প্যালেস শুট করা হয়েছিল।