কেউ নিয়েছন আশির্বাদ হিসাবে ১১ টাকা, কেউ আবার কাজ করেছেন বিনামূল্যেই! বিনা পারিশ্রমিকেই অভিনয় করেছেন এই ৮ তারকারা

কোন চলচ্চিত্রের চিত্রনাট্য যদি কোন তারকার ভীষণ পছন্দের হয়ে তাহকে, তাহলে অনেক সময় দেখা যায় সেই তারকা ওই চলচ্চিত্রের জন্য কোনরূপ পারিশ্রমিক নেন না। আবার অনেক সময় পারস্পরিক সম্পর্কের কারণেও, অনেক তারকা বিনা পারিশ্রমিকেই অনেক চলচ্চিত্রে অভিনয় করে দেন। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, একাধিক তারকা রয়েছেন এই তালিকায়।
এই তালিকায় সবার প্রথমেই রয়েছে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাম। অভিনয় কেরিয়ারে এই অভিনেতাও বিনা পারিশ্রমিকে চলচ্চিত্রে অভিনয় করেছেন। শোনা যায়, সঞ্জয় লীলা বানসালির চলচ্চিত্র ‘ব্ল্যাক’ তাঁর বিশেষ পছন্দের হওয়ায় এই চলচ্চিত্রের জন্য কোন পারিশ্রমিক নেননি তিনি।
বন্ধুত্বের খাতিরে ‘ভূতনাথ’, ‘ক্রেজি 4’ এবং ‘দুলহা মিল গয়া’ চলচ্চিত্রে বিনামূল্যেই অভিনয় করেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।
‘আজব প্রেম কি গজব কাহানি’ চলচ্চিত্রে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুরকে। তবে এই চলচ্চিত্রে ক্যামিও চরিত্র অভিনয়ের জন্য একটাকাও নেননি অভিনেতা সলমন খান (Salman Khan)।
বিশাল ভরদ্বাজের ‘হায়দার’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন বলি অভিনেতা শাহিদ কাপুর (Shahid Kapoor)। জানা গিয়েছে, এই চলচ্চিত্রের জন্য এক টাকাও পারিশ্রমিক নেননি তিনি।
রাকেশ ওমপ্রকাশ মেহরার চলচ্চিত্র ‘ভাগ মিলখা ভাগ’ সব দর্শকদের হৃদয়ে এক অন্য আসন দখল করেছে। জানা যায়, ফারহান আখতার (Farhan Akhtar) বা সোনম কাপুর (Sonam Kapoor) কেউই এই চলচ্চিত্রে কাজ করার জন্য কোনো পারিশ্রমিক নেননি। তবে তাঁরা আশির্বাদ হিসাবে মাত্র ১১ টাকা নিয়েছিলেন।
করণ জোহারের কেরিয়ারে অন্যতম একটি সুপারহিট চলচ্চিত্র ‘কভি খুশি কাভি গম’। এই চলচ্চিত্রে খুব সামান্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রানী মুখার্জি (Rani Mukerji)। জানিয়ে রাখি, এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য কোন পারিশ্রমিক নেননি রানী।
হৃতিক রোশন ও সঞ্জয় দত্ত অভিনীত ‘অগ্নিপথ’ চলচ্চিত্রের ‘চিকনি চামেলি’ গানটি বিশেষ হিট ছিল। এই ডান্স নম্বরের জন্য ক্যাটরিনা (Katrina Kaif) কোনো চার্জ নেননি।