রজনীকান্ত থেকে বিজয়, আগামীতে আসন্ন এই ৫ তামিল চলচ্চিত্র কাঁপাতে চলেছে বক্স অফিস

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র বর্তমানে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা তৈরি করেছে। যার মধ্যে বেশি মাত্রায় প্রভাব ফেলেছে তামিল চলচ্চিত্র (Tamil movies)। রিপোর্ট বলছে, ২০২২ সালে ভারতীয় বক্স অফিসে শীর্ষ ৫ টি চলচ্চিত্রের মধ্যে তেলেগু, হিন্দি এবং কন্নড় একটি চলচ্চিত্র জায়গা করতে পারলেও, তামিল চলচ্চিত্র রয়েছে দুটি।

এখানেই শেষ নয়। এমনকি তামিল চলচ্চিত্র ২০০ কোটির ব্যবসা দিলেও, অন্যদিকে তেলেগু কিংবা হিন্দি, কোন চলচ্চিত্রই ২০০ কোটির গন্ডি পেরোতে পারেনি। এমনকি তামিল ভাষায় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পোনিয়িন সেলভান 2′ তিনদিনেই ব্যবসা দিয়েছে ১৫০ কোটি টাকা। সেইসঙ্গে তামিল ইন্ডাস্ট্রির ৩ টি চলচ্চিত্র এই বছর বিশ্বব্যাপী ১৫০ কোটির বেশি আয় করেছে। অন্যদিকে বেশকিছুটা পিছিয়ে রয়েছে বলিউড এবং তেলেগু ইন্ডাস্ট্রি।

এই বার জেনে নিন আগামীতে আসন্ন কয়েকটি তামিল চলচ্চিত্রের বিষয়ে, যা কাঁপাতে চলেছে বক্স অফিস।

img 20230504 150618

জেলর (Jailer)- এই চলচ্চিত্রে দেখানো হবে কিভাবে একটি গ্যাং তাঁদের নেতাকে জেল থেকে বের করার চেষ্টা করছে। তাঁদের অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হবে। কারণ এই চলচ্চিত্রে জেলারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রজনীকান্তকে। এটি রজনীকান্তের ১৬৯ তম চলচ্চিত্র হতে চলেছে।

img 20230504 150649

জাপান (Japan)-পোনিয়িন সেলভান’ এবং ‘কাইথি’তে নিজের অভিনয় দক্ষতা দেখানোর পর এবার ‘জাপান’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাজার কাঁপাতে চলেছেন তামিল তারকা কার্থি। এখানেই অভিনেতা কার্থিকে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। সেইসঙ্গে নিজের ২৫ তম চলচ্চিত্রে পরিচালক রাজকুমার পেরিয়াস্বামীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। জানিয়ে রাখি, ক্রাইম থ্রিলার এই চলচ্চিত্রের মুক্তির তারিখ পিছিয়ে দিয়ে জুলাই থেকে সেপ্টেম্বরে নিয়ে যাওয়া হয়েছে।

img 20230504 150709

আয়ালান (Ayalaan)- শিব কার্তিকেয়ানের আরেকটি খুব বড় ছবি এই বছর আসছে, যা প্যান ইন্ডিয়ায় মুক্তি পেতে চলেছে। এই চলচ্চিত্রে দেখানো এলিয়েন সম্পূর্ণরূপে কম্পিউটার গ্রাফিক্স দ্বারা তৈরি করা হয়েছে।

img 20230504 150722

মার্ক অ্যান্টনি (Mark Antony)- তামিল তারকা বিশাল ‘চক্র’ এবং ‘ইরুম্বু থিরাই’-এর মতো সাইবার-থ্রিলার চলচ্চিত্রের জন্য পরিচিত। ‘মার্ক অ্যান্টনি’-তে তিনি একজন টাইম ট্রাভেলিং গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন। ছবিটির টিজার দর্শকদের মধ্যে বেশ উত্তেজন সৃষ্টি করেছে। ছবিতে বিশালের একটি দ্বৈত ভূমিকাও রয়েছে এবং তাঁকে খুব আকর্ষণীয় দেখাচ্ছে।

img 20230504 150743

লিও (Leo)- অভিনেতা থালাপথি বিজয়ের পরবর্তী চলচ্চিত্র হতে চলেছে ‘লিও’। পরিচালক লোকেশ কানাগরাজের এই চলচ্চিত্রে সঞ্জয় দত্তও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। সঙ্গীত পরিচালক অনিরুধ রবিচন্দর কাজ করছেন এই চলচ্চিত্রে। জানা গিয়েছে আগামী ১৯ শে অক্টোবর মুক্তি পেতে পারে এই চলচ্চিত্র।