টেলিভিশন জগতের এই ৫ অভিনেত্রীর রয়েছে গোপন স্থানে ট্যাটু! সবসময় ছবিতে চেষ্টা করেন লুকনোর

বর্তমানে মানুষের মধ্যে বিভিন্ন স্থানে ট্যাটু করার চাহিদা ব্যাপক হারে লক্ষ করা গেছে। তবে সাধারণ মানুষ এই ট্যাটু করার ইচ্ছা কে বাস্তবায়িত করতে না পারলেও, কিন্তু টিভি জগতের মানুষেরা এর থেকে নিজেকে দূরে রাখতে পারেনা। বেশিরভাগ টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীদের শরীরের বিভিন্ন স্থানে দেখা গিয়েছে ট্যাটু। তারা এই ট্যাটুগুলো করেন বিশেষ উদ্দেশ্যে বা কেউ সখে। এবার টেলি জগতে এমন কিছু অভিনেত্রীরা আছেন যারা এমন জায়গায় ট্যাটু করে রেখেছেন যেগুলো তারা সবসময় লুকোতে চায়।

কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের ছবিতে সেগুলো ধরা পড়ে যায়। এখন জেনে নেওয়া যাক এমনই ৫ জন অভিনেত্রীর ব্যাপারে যারা এমন ট্যাটু করে রেখেছেন যেগুলো তারা গোপন করতে চান। এই পাঁচজন অভিনেত্রীর ট্যাটুর ছবি যা মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করবে। 

রশমি দেশাই–

টেলিভিশন জগতে রেশমি দেশাই কে আমরা সবাই চিনি। ‘উত্তরণ’ সিরিয়াল এর মাধ্যমেই তার বিশেষ জনপ্রিয়তা বাড়ে। আর এই অভিনেত্রীর বা’পায়ে আছে একটি পদ্মফুলের ট্যাটু। যা তিনি সবসময় লুকোনোর চেষ্টা করেন। কিন্তু বিভিন্ন ফটোশুট ও ও অনুষ্ঠানের ছবিতে তাঁর এই ট্যাটু লক্ষ করা যায়। এই ছবির মাধ্যমে আপনি রেশমি ট্যাটুর ছবি স্পষ্ট দেখতে পাবেন।

দেবোলিনা ভট্টাচার্য–

আপনি প্রায়ই টিভির গোপী বহুকে দেখেছেন, কিন্তু আপনি হয়তো জানেন না যে তার শরীরের অনেক জায়গায় ট্যাটু করা আছে। এই ছবিতে আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন দেবোলিনার শরীরে কতগুলি ট্যাটু আছে। আর এই ছবিগুলি দেখার পর, আপনিও এটা বলবেন বলবেন যে আসলেই মেকাপের দ্বারা টিভিতে শরীরের ট্যাটু গুলি লুকিয়ে রাখা যায়। যার ফলে বোঝাই যায়না যে তার শরীরে এতগুলো ট্যাটু আছে।

অনিতা হসনান্দী–

অনিতা কে আমরা সকলেই চিনি। টেলিভিশন জগতে তার যেমন জনপ্রিয়তা,বলিউডেও সে অনেক কাজ করে গেছেন। তার বাঁ হাতে একটি হৃদয় এর সঙ্গে R লেখা একটি ট্যাটু লক্ষ করা যায়। এবার বলে রাখি এই ট্যাটু তার স্বামী রোহিত রেড্ডি কে উদ্দেশ্য করে করা হয়েছে।

কবিতা কৌশিক–

কবিতা কৌশিক, এই অভিনেত্রী, যিনি ‘চন্দ্রমুখী চৌতলা’ নামে টিভিতে খুব জনপ্রিয়, তিনিও ট্যাটু করতে খুব পছন্দ করেন। তিনি তার পিঠে একটি বিশেষ ধরনের ট্যাটুও করিয়েছেন। অধিক ধার্মিক হওয়ায় তার পিঠের এই ট্যাটু দেখতে শিবের মতো। যদিও আমরা নিশ্চিত নই যে এটি আসলে কি, কিন্তু মনে হয় এটি শিব ছিল।

কারিশ্মা তান্না–

কারিশ্মা তান্না শুধু বলিউডে নয়, টিভিতেও তার ছাপ রেখে গেছেন, আজ সবাই তার আকর্ষণীয় শরীরের প্রশংসা করে, এই ছবিতে আপনি তার হাতে ট্যাটু দেখতে পারেন। এটি তার মায়ের নাম। কিন্তু তার পিঠে একটি ট্যাটু আছে যা তার বিকিনি ফটোশুটে দেখতে পাওয়া যায়।

Related Articles

Back to top button