১৩৭ কোটি টাকার মালিক হয়েও নেই কোন অহংকার সাধারণ মানুষের মতন করেন জীবন যাপন! ফার্মহাউসে চাষের টাকা করেন গরিবদের দান

বলিউড এবং মারাঠি জগতে সিনেমা জগতে শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন হলেন নানা পাটেকর।তাঁর অভিনয় প্রতিভার দ্বারা কমবেশি মানুষদের মনে তিনি জায়গা করে নিয়েছেন। তিনি শুধুমাত্র হিন্দি সিনেমা অভিনয় করেই পুরস্কার অর্জন করেননি, মারাঠি চলচ্চিত্রেও তিনি অভিনয় করে পুরস্কার অর্জন করেছেন। এত বড় মাফের অভিনেতা হয়েও তাঁর মধ্যে কোনো অহংকার বোধ যেমনি নেই, তেমনি তিনি খুব সাধারণ জীবন যাপন করতেই বেশি পছন্দ করেন।

নানা পাটেকর মহারাষ্ট্র মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ১৯৫১ সালে। বলিউড ফ্লিম ইন্ডাস্ট্রিতে তিনি ৪০ বছর কাটিয়ে দিয়েছেন। তিনি প্রত্যেক ছবি সাইন করেন ১ কোটি টাকার বিনিময়ে।তাঁর সম্পত্তির পরিমাণ এখন প্রায় ৪০ কোটি টাকা। তাঁর নিজস্ব বিলাসবহুল ফার্ম হাউস রয়েছে। ফার্ম হাউসে ৭ টি বড় রুম এবং একটি হলঘরও রয়েছে। তাঁর দামি নামি গাড়িও রয়েছে অনেক।

তাঁর ফার্ম হাউসের চারপাশে তিনি ধান, গম এবং ছোলা চাষ করান। এই সব ফসল গুলো বাজারে বিক্রি করা হলে যে অর্থ আসে , সেই অর্থ তিনি তার ফার্ম হাউসের কাজ করা লোকেদের মধ্যে ভাগ করে দেন।

বলা হয়, নানা পাটেকরের দরুন আজও বহু পরিবারের মুখে অন্ন উঠে। তাঁর এই মহান মন আজ মানুষের মনে তাঁর জন্য জায়গা করে নিয়েছে। ‘ পরিন্দা ‘ সিনেমা অভিনয়ের জন্য তিনি জাতীয় এবং ফিল্মফেয়ার পুরস্কারের সম্মান লাভ করেন।