ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি কুকুর, খুঁজে বের করতে হবে মাত্র ১১ সেকেন্ডে! দেখুন তো পারেন কিনা

সম্প্রতি সময়ে স্যোশাল মিডিয়ায় এমন কিছু ছবি ভাইরাল হচ্ছে, যা দেখে চোখ ধাধিয়ে যাচ্ছে নেটিজনদের। এই ধরনের ছবিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন (optical illusion)। যা প্রথম দর্শনে বিশেষ কিছু বলে মনে না হলেও, পরবর্তীতে গভীরভাবে দেখলে বোঝা যায়, ছবির ভেতরে লুকিয়ে থাকা আসল রহস্য।

আর এই ধরনের অপটিক্যাল ইলিউশনের উত্তর যদি আপনি সময়ের মধ্যে খুঁজে বের করতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার দৃষ্টি খুবই তীক্ষ্ণ এবং সেইসঙ্গে আপনাই ক্ষুরধার বুদ্ধির অধিকারী। তবে এটিকে খেলার মত মনে করে, বন্ধুদের মধ্যে কিংবা ভাই বোনদের সঙ্গে বসেও খেলতে পারেন।

এবার দেখে নিন সেই ভাইরাল ছবিটি-

img 20221208 132953

এই ভাইরাল হওয়া ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন পার্কের ছবি। যেখানে একটি চেয়ার রয়েছে এবং চারপাশে ঘাস জমে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ছবিতেই নাকি লুকিয়ে রয়েছে একটি কুকুর (dog)। আর ছবি থেক এই কুকুরটিকেই মাত্র ১১ সেকেন্ড সময়ের মধ্যে খুঁজে বের করতে হবে। আর আপনি যদি একবার ছবি থেকে ১১ সেকেন্ডের মধ্যে কুকুরটিকে খুঁজে বের করতে পারেন, তাহলে বুঝতে হবে বুঝতে হবে আপনি তীক্ষ্ণ দৃষ্টি এবং ক্ষুরধার বুদ্ধির অধিকারী।

img 20221208 133029

এখনও যদি ছবিতে থাকা কুকুরটিকে খুঁজে না পান তাহলে এবার ভালো করে দিন ঠিক কোথায় লুকিয়ে রয়েছে কুকুরটি। ছবিতে যে চেয়ারটি রয়েছে, সেটির হাতলের পেছনেই দেখা যাচ্ছে কুকুরটিকে। অনেকেই এটি সময়ের মধ্যে খুঁজে বের করতে পারলেও, অনেকেই এটি খুজতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তাই যারা যারা ছবি থেকে এখনও কুকুরটিকে খুঁজে পাননি, তাঁরা এবার খুঁজে দেখে নিন কুকুরটিক।