ইলেকট্রিক গাড়িকে পিছনে ফেলে বাজারে এলো বিশ্বের প্রথম ‘Solar Car’, সূর্যের আলোতেই চার্জ হয়ে দৌড়াবে ৭০০ কিমি

এই সোলার গাড়িতে লাগবেনা পেট্রোল, ডিজেল এবং ইলেকট্রিক, সূর্যের আলোতেই চার্জ হয়ে রাস্তায় চলবে ঘন্টার পর ঘন্টা

বর্তমানে জ্বালানির দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তার দিকে নজর রেখে বিজ্ঞানীরা অত্যাধুনিক প্রযুক্তিতে নিত্য নতুন গাড়ি আবিষ্কার করছে। একদিন যে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি অতীত হয়ে যাবে তা বলাই বাহুল্য। সময়ের সাথে সাথে হাইটেক যানবাহনও বাজারে আসছে দ্রুত গতিতে। কয়েক মাসের ভিতরে দেশে গাড়ি নির্মাতারা ইলেকট্রিক (Electric Car) ও হাইব্রিড গাড়ি চালু করেছে।

Lightyear 0 solar carএরই মধ্যে বিজ্ঞানীরা এমন একটি গাড়ি আবিষ্কার করেছে, যেখানে ইলেকট্রিক, হাইব্রিড, পেট্রোল ও ডিজেল ছাড়াই চলতে সক্ষম হবে। আমরা আপনাকে বলি, ইউরোপ দেশের নেদারল্যান্ডের কোম্পানি বিশ্বের প্রথম ‘লাইট ইয়ার সোলার গাড়ি’ (Lightyear 0 Solar Car) প্রস্তুত করেছে এবং সেটি রাস্তায় চলতে সফল হয়েছে। সংস্থার দাবি, গাড়িতে একবার সম্পূর্ণ চার্জে ৭০০ কিলোমিটার চলবে। যেখানে সূর্যের আলোতে গাড়িটি চার্জ হয়।

সংস্থাটি বলেন, এই গাড়িটির প্রস্তুতিকরণ প্রায় ৬ বছর ধরে করা হচ্ছে। গাড়ির নকশা থেকে শুরু করে সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষা, টেস্টিং সহ গাড়িটি প্রস্তুত করা হয়েছে। এখানে, লাইট ইয়ার জিরো সোলার গাড়িটিতে ৬০ কিলোওয়াট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা ১৭৪ ph শক্তি দিতে সক্ষম হয়। এক চার্জেই প্রায় ৭০০ কিলোমিটার লম্বা দূরত্ব গন্তব্য করে। সূর্যের আলোয় চার্জের জন্য গাড়িতে ৫ বর্গমিটার ডবল কার্ভড সোলার প্যানেল বসানো হয়েছে।

আমরা আপনাকে বলি সোলার কার (Solar Car) উৎপাদনে চলমানএটিই প্রথম গাড়ি হয়ে উঠেছে। কোম্পানির দাবি আগামী নভেম্বর থেকেই এই গাড়ি খোলা বাজারে লঞ্চ করতে পারে। সংস্থাটি বলেন, প্রথমে লাইট ইয়ার জিরোর ১০০০ ইউনিট এই গাড়ি তৈরি করা হয়েছে। তারপর সংস্থাটি দ্বিতীয় সংস্করণের জন্য কাজ করবে।

যদিও কোম্পানির তরফ থেকে এই গাড়ির মূল্য এখনো সামনে আসেনি। তবে অনুমান করা হচ্ছে এই গাড়ির দাম ২ কোটি টাকা বা তার কাছাকাছি হতে পারে। অত্যাধুনিক প্রযুক্তিতে এই গাড়ি উৎপাদন এখন সীমিত। বলা হচ্ছে আপাতত এই গাড়ি ইউরোপীয় ইউনিয়, নরওয়ে ও সুইজারল্যান্ড এর মত দেশে বিক্রি করা হবে।